অতিরিক্ত শব্দ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি: নিয়ন্ত্রণ জরুরি
মনিরুল হক রনি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২

মনিরুল হক রনি, ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আধুনিক জীবনযাপন আর নিত্য নতুন কাজের সন্ধানে প্রতিদিন হাজারো মানুষের রাজধানীপানে ছুটে আসার কারণে মেগাসিটি ঢাকা বাংলাদেশের তো বটেই, পৃথিবীর বৃহৎ জনবহুল নগরীর একটি। জনসংখ্যার সাথে ঢাকায় বাড়ছে যানবাহনের সংখ্যা; বাড়ছে রাস্তাঘাট, অট্টালিকা, মেগা প্রজেক্টের সংখ্যাও। ফলে দিন দিন বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে ঢাকা; নষ্ট হচ্ছে এর প্রাকৃতিক ভারসাম্য। যান আর জনের চাপে দূষিত হচ্ছে ঢাকার প্রাকৃতিক পরিবেশ। বায়ু দূষণ, শব্দদূষণ, দৃশ্য দূষণ, পানি দূষণ, বস্তি সমস্যা, যানজট ইত্যাদি বাড়ছে তরতর গতিতে। পরিবেশগত এসব সমস্যাগুলো দিনদিন প্রকট থেকে প্রকটতার হচ্ছে। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এসব। বিশেষকরে বায়ু দূষণ আর শব্দ দূষণে ঢাকা যে কত নাজুক অবস্থায় আছে তা বলাই বাহুল্য। বায়ু দূষণ আর শব্দ দূষণের বিপর্যস্ত অবস্থার কথা উঠে এসেছে সাম্প্রতিক কয়েকটি বৈশ্বিক প্রতিবেদনেও। কিছুদিন আগেই বিশ্বের দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষ স্থানে নাম আসে বাংলাদেশের। সে রেশ কাটতে না কাটতেই শব্দ দূষণে ঢাকার শীর্ষস্থান দখল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) বিশ্বের ৬১ শহরের শব্দ দূষণের মাত্রা বিশ্লেষণ করে করা 'ফ্রন্টিয়ার্স ২০২২: নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস' শীর্ষক প্রতিবেদন বলছে, শব্দদূষণে বিশ্বে ঢাকা এখন শীর্ষস্থান দখলকরী শহর। ঢাকার পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের মুরাদাবাদ ও পাকিস্তানের ইসলামাবাদ। প্রতিবেদন অনুযায়ী শীর্ষে অবস্থানকারী পাঁচটি শহরের চারটি-ই দক্ষিণ এশিয়ার। যার মধ্যে আবার দুটিই বাংলাদেশের। ঢাকা ছাড়া অন্যটি চতুর্থ অবস্থানে থাকা রাজশাহী। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা ৫৫ ডেসিবেল। আর বাণিজ্যিক এলাকায় তা ৭০ ডেসিবেল। অথচ ঢাকায় এই মাত্রা ১১৯ ডেসিবেল ও রাজশাহীতে ১০৩ ডেসিবেল। সুতরাং ঢাকা ও রাজশাহীর শব্দের তীব্রতা যে কত ভয়াবহ অবস্থায় আছে তা এ প্রতিবেদন থেকে সহজেই অনুমেয়। রিপোর্টে বাংলাদেশের আরো একটি শহরের কথা উঠে এসেছে- টাঙ্গাইল। যেখানে শব্দের তীব্রতা ৭৫ ডেসিবেল। এটি শীর্ষ পাঁচ বা শীর্ষ দশে না থাকলেও একটি দেশেরই তিনটি শহর শব্দ দূষণের তালিকায় থাকা কম উদ্বেগের বিষয় নয়।
শব্দের সহনীয় মাত্রা নির্ধারণের জন্য পাঁচটি এলাকা চিহ্নিত করা হয়েছে- নীরব এলাকা, বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শিল্প এলাকা এবং মিশ্র এলাকা। এসব এলাকায় শব্দের একটি মানমাত্রা নির্ধারণ করা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শব্দের মানমাত্রা অনুযায়ী,নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল, রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল, রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল, রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল, রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবেল, রাতে ৭০ ডেসিবেল। আর এখানে দিন বলতে বুঝানো হয়েছে ভোর ৬টা থেকে রাত ৯টা এবং রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়কে বুঝানো হয়েছে রাত।
এলাকাভেদে শব্দের মাত্রা নির্ধারণ করা থাকলেও কখনো তা ঠিকমত মানা হয়না। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬- এ বলা হয়েছে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশের ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা, যেখানে কোনো ধরনের হর্ন বাজানো যাবে না। অথচ কি হাসপাতাল, কি শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস- আদালত, সকল জায়গায়-ই হরহামেশাই চলে শব্দের ঝনঝনানি। আইনে আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে ইট বা পাথর ভাঙার মেশিন চালানোয় নিষেধাজ্ঞা থাকলেও তা বিন্দুমাত্র মানার বালাই নেই। ঢাকা শহরে ভবন নির্মাণের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় দিন নেই রাত নেই চলছে পাইলিং-এর কাজ; যথেচ্ছ ব্যাবহার হচ্ছে ইট ভাঙার যন্ত্র বা সিমেন্ট মিকচারের। টাইলস/থাই/রড কাটার মেশিন, ড্রিল মেশিনের কাজ করাতো নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এমনকি গভীর রাতেও চলে এসব নির্মাণ কাজ। যদিও আইনে বলা আছে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত মিকচার মেশিনসহ নির্মাণকাজে ব্যবহৃত কোনো যন্ত্র চালানো যাবে না। এতে আশপাশের ভবনের বাসিন্দাদের ঘুমে ব্যঘাত ঘটে এবং তারা কাজে মনোযোগ দিতে পারেন না। কিন্তু কে শোনে কার কথা! অবস্থাদৃষ্টে মনে হয় 'কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই'। এসব নিয়ম-নীতির তোয়াক্কা করার সময় নেই যেন কারও!
উক্ত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত শব্দ দূষণের কারণে ইউরোপে প্রতিবছর ১২ হাজার মানুষের অকাল মৃত্যু হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাতজনিত হৃদরোগীদের তালিকায় ৪৮ হাজার নতুন রোগী যুক্ত হন। এ ছাড়া শব্দের কারণে ইউরোপের ২ কোটির বেশি মানুষ বিরক্তিতে ভোগেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ১২-৩৫ বছর বয়সী ১ দশমিক ১ বিলিয়ন মানুষ অত্যধিক শব্দযুক্ত বিনোদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে শ্রবণশক্তি হ্রাস হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বাংলাদেশেও শব্দদূষণের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ লাখ মানুষ। ২০১৮ সালে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের এক জরিপ অনুযায়ী, মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতোমধ্যেই দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরের অধিকাংশ জায়গায় নির্দিষ্ট মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি শব্দ সৃষ্টি হচ্ছে। এতে তৈরি হচ্ছে বাড়তি মানসিক চাপ ও ধৈর্যহীনতা, বাড়াচ্ছে স্ট্রোকের ঝুঁকিও। কয়েক বছর আগে বেসরকারি সংস্থা ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট' ঢাকা শহরের ১০টি স্থানের শব্দ পরিমাপ করে দেখেছে ঢাকায় নির্ধারিত মানদণ্ডের চেয়ে গড়ে প্রায় দেড় গুণ বেশি শব্দ সৃষ্টি হয়৷ অথচ আমেরিকান হার্ট এসোসিয়েশনের বলছে, শব্দের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বৃদ্ধি পেলে যেকোন বয়সে স্ট্রোকের ঝুঁকি ১৪ ভাগ করে বাড়তে থাকে। আর যদি তা ৬৫ বছরের বেশি বয়সে হয়, তাহলে প্রতি ১০ ডেসিবেল বাড়লে স্ট্রোকের ঝুঁকি ২৭ ভাগ করে বাড়তে থাকে। কি এক ভয়াবহ অবস্থা!
শব্দের স্বাভাবিক বা সহনীয় মাত্রা ৫৫ থেকে ৬০ ডেসিবেল। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘসময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা হতে পারে। উচ্চমাত্রার শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি হ্রাস, বধিরতা, হৃদরোগ, মেজাজ তিরিক্ষি হওয়া, আলসার, হাইপার টেনশন, মাথাব্যথা, স্মরণশক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও বিরক্তিভাব তৈরি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশু এবং বয়স্কদের৷ বিশেষজ্ঞরা বলেন, যদি তিন বছরের কম বয়স্ক শিশু কাছাকাছি দূরত্ব থেকে ১০০ ডিবি মাত্রার শব্দ শোনে, তাহলে সে তার শ্রবণ ক্ষমতা হারাতে পারে। শুধু তাই নয় এর কারণে গর্ভবতী মায়েদের গর্ভের সন্তান বিকলাঙ্গ হওয়াসহ অন্যান্য ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন চিকিৎসকরা। এমনকি শব্দ দূষণের কারণে ব্যহত হতে পারে উদ্ভিদের পরাগায়ন; কম হতে পারে ফসলের উৎপাদন; বাধাগ্রস্ত হতে পারে পশু-পাখি ও কীটপতঙ্গের বংশবিস্তার। ইতিমধ্যে ঢাকা শহরে কাকসহ অন্যান্য পাখি ও কীটপতঙ্গের পরিমাণ কমে গেছে বলে গবেষকরা মনে করছেন। অর্থাৎ শব্দদূষণ এখন শুধু একটি দূষণই নয়, বরং এক ধরনের শব্দ সন্ত্রাস, যা নীরবে তিলে তিলে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যে কারণে শব্দদূষণকে এখন নীরব ঘাতক বলেও অভিহিত করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই নীরব ঘাতক শব্দ দূষণের সৃষ্টিকর্তা আমরা নিজেরাই। আমরা অসচেতনভাবেই মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে নিজেদেরকে বিপদের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি।
বিভিন্ন গবেষণার তথ্য বলছে, ঢাকা শহরের শব্দ দূষণের অন্যতম উৎস যানবাহন ও মোটরবাইকের হর্ন। ২০১৭ সালে বন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক দেশের ৮টি বিভাগীয় শহরের শব্দ দূষণের উপর করা এক জরিপ বলছে, ৮টি শহরেই ৮০ শতাংশ শব্দদূষণ করে যানবাহনের হর্ন। ২০ শতাংশ বাকিগুলো। আর ৮০ শতাংশের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের হর্ন। এছাড়া উড়োজাহাজের শব্দ, রেলগাড়ির শব্দ, বিভিন্ন যন্ত্রপাতি ও শিল্পকারখানার শব্দ, ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর হর্ন ইত্যাদি শব্দ দূষণের অন্যতম কারণ। এর সাথে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান,বিশেষ দিবস, বিভিন্ন উৎসব ও বিনোদনমূলক আয়োজন এবং নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে উচ্চশব্দে বাজানো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবহারও শব্দ দূষণের উল্লেখযোগ্য কারণ বলে প্রতীয়মান হয়েছে।
শব্দ দূষণ যেহেতু অসচেতনতা আর অবহেলার কারণে আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে, তাই একটু সচেতন হলেই এটি থেকে রেহাই পাওয়া সম্ভব। শব্দ দূষণের অন্যতম একটি কারণ যানজটে আটকে থাকা গাড়ির হর্ন। আর যানজটের অন্যতম কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি। তাই ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে আধুনিক পরিবেশসম্মত গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এতে শব্দ দূষণ যেমন কমবে, তেমনি কমবে যানজট সমস্যাও। শব্দ দূষণের ক্ষেত্রে হাইড্রোলিক হর্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তাই মোটরসাইকেলসহ সকল যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধে কঠোর অভিযান চালাতে হবে। সেইসাথে অসাধু ব্যবসায়ীরা কোনভাবেই যাতে এটি আমদানি, সরবরাহ ও বিক্রি না করতে পারে তা নিশ্চিত করতে হবে। ঢাকা শহরের শব্দদূষণ আরেকটি কারণ দুর্বল ট্রাফিক ব্যবস্থা। এজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর বিকল্প নেই। রাস্তায় লেন সিস্টেম বাস্তবায়নসহ আধুনিক ও ডিজিটালাইজড ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। রাজনৈতিক, ধর্মীয় ও নির্বাচনী প্রচার-প্রচারণায় মাইকের অতিরঞ্জিত ব্যবহার রোধে মাইক, সাউন্ড বক্স, লাউড স্পীকারের সংখ্যা নির্ধারণসহ এসব অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট স্থান ও সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানসমূহ আয়োজনের ক্ষেত্রে সরকারি ছুটির দিনগুলো বিবেচনায় রাখা যেতে পারে। নির্মাণ কাজে ব্যবহৃত শব্দ উৎপত্তিকারক যন্ত্রের অযাচিত ও অপ্রয়োজনীয় ব্যবহার রোধে বিদ্যমান ভবন নির্মাণ নীতিমালা ও শব্দদূষণ বিধিমালার বাস্তবায়ন নিশ্চিতকল্পে কঠোর দমন অভিযান চলমান রাখতে হবে। শব্দ দূষণের অপকারিতা ও ক্ষতি সম্পর্কে চালক, মালিক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার পত্র, সামাজিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক তথ্য প্রচার করতে হবে। বিদ্যমান শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, আইন অমান্য করলে প্রথমবার অপরাধের জন্য এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে৷ কিন্তু বাস্তবে এই আইনের তেমন প্রয়োগতো দেখা যায়-ই না, অধিকন্তু সময়ের প্রেক্ষিতে এ আইন অকার্যকর বলে মনে করেন আইনবিদরা। তাই এই আইনের সংস্কারসহ তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সর্বোপরি সচেতনতার কোন বিকল্প নাই। আমরা যদি সচেতন হই, যথাযথ আইন মেনে চলি, তবে শব্দ সন্ত্রাস বা নীরব ঘাতক যাই বলি না কেন, খুব সহজেই তা প্রতিহত করা সম্ভব হবে। আর এর ব্যত্যয় ঘটলে এই নীরব ঘাতক অদূর ভবিষ্যতে যে আমাদরকে একটি বধির, বিকলাঙ্গ ও অতিশয় খিটখিটে মেজাজওয়ালা জাতি উপহার দেবে, তা বলাই বাহুল্য।
প্রভাষক, সমাজকর্ম বিভাগ
সাভার সরকারি কলেজ, সাভার,ঢাকা
- বশেমুরবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার
- মাধবপুরে অবৈধভাবে তেল মজুদ করায় ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
- আবারও বাড়তে পারে গ্যাসের দাম
- ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক ও পরিচালক গ্রেফতার
- বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কেলেংকারি ফাঁস
- এক সপ্তাহে দেশে সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ
- ইউরোপে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা, শনাক্ত ১০ কোটি
- রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পুঠিয়ায় নকল বৈদ্যুতিক তার তৈরীর কারখানায় অভিযানে জরিমানা
- শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
- টাঙ্গাইলের ঘাটাইল থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার
- ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- মাধবপুরে জগদীশপুর ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা
- রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- দেশে করোনায় আক্রান্ত আরও ২৮ জন
- ইউক্রেনে একযোগে ৪০ শহরে হামলা
- ফেসবুকে দেখলাম খালেদা-ফখরুল সাঁতরে পদ্মানদী পার হচ্ছেন- তথ্যমন্ত্রী
- খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- বাড়ি ফেরা হলো না পপির
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত
- পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী
- কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে গুলি করে হত্যা
- এসএসসি পাসে রেলওয়েতে চাকরি
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা: চালক-হেলপার গ্রেফতার
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নগরবাউল-মাইলসের
- ৭২ঘণ্টার মধ্যে সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ
- টানা বন্যায় কর্মহীন সিলেটের হাজারও বানভাসি মানুষ
- ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
- বিশ্বব্যাপী মাঙ্কিপক্স আক্রান্ত ২০০ ছাড়িয়েছে
- খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু বলাৎকারের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ আটক
- লিভারপুলেই থাকছেন সালাহ
- সেনেগালে হাসপাতালে আগুন; ১১ নবজাতকের মৃত্যু
- বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া!
- নড়াইলে স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড
- খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটির সাথে শিক্ষা কর্তৃপক্ষের মতবিনিময়
- কবি নজরুলের আন্তর্জাতিকীকরণ
- ডাক্তারদের ফাঁকিবাজি রুখতে হাজিরা খাতায় দিনে তিনবার সই করার নির্দেশ!
- ফাইনালের পথে বেঙ্গালুরু, লখনৌর বিদায়
- রুশ সেনারা দনবাস এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে: জেলেনস্কি
- মানুষের মুক্তি আর সাম্যের জয়গানে স্বতন্ত্র নজরুল- তথ্যমন্ত্রী
- রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- সার্বজনীন পদ্মাসেতুতে ওঠার আগে অপপ্রচারকারীদের ক্ষমা চাওয়া উচিত- তথ্যমন্ত্রী
- এক মাস পর করোনায় মৃত্যু দেখল বাংলাদেশ
- টাঙ্গাইলে কলেজ ছাত্রীর মৃত্যু; স্বামীর রিমান্ড মুঞ্জুর
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
- মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
- রাজশাহীতে প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে বেড়েই চলেছে মাদকের ব্যবসা
- গরুর মাংসের মতোই ব্যয়বহুল হবে মুরগির মাংস
- মোহনপুরের যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
- জিসিআরজি এর প্রথম বৈঠক অংশ নেবেন প্রধানমন্ত্রী
- ঘাটাইলে আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
- কাশ্মীরে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে গুলি করে হত্যা
- বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
- প্রস্রাব দেখে কীভাবে বুঝবেন কিডনির অবস্থা কেমন?
- খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু বলাৎকারের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ আটক
- হরিরামপুরে ৩দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও ঘুড্ডি মেলার আয়োজন
- হায় আফসোস; জন-মানবশূন্য মসজিদ!
- লিভারপুলেই থাকছেন সালাহ
- শীতকালীন প্রকৃতি ও মানব জীবনের পরিবেশ দর্শন
- বাংলাদেশে ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনা
- বাঙালির জাতীয় জীবনে গৌরবময় ও ঐতিহ্যপূর্ণ দিন ২১ ফেব্রুয়ারি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা
- ‘বিজয় দিবস’ আনন্দ ও আত্ম জিজ্ঞাসার প্রশ্নে
- সমাজের এক নিবেদিত প্রাণ শাপলা ত্রিপুরা
- উহান থেকে ঢাকা : প্রসঙ্গ কোভিড-১৯
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা
- হারিয়ে যেতে বসেছে যৌথ পরিবারের সুবিধা ও বন্ধন
- পথশিশুর ঠিকানা কি পথেই থেকে যাবে?
- জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি: শেখ হাসিনা দীর্ঘজীবী হোন
- ঢাকাই জামদানির জানা-অজানা
- ত্রিপুরা জনগোষ্ঠী ও সমকালীন ভাবনা
- শ্রমিকদের বঞ্চনার শেষ কোথায়?
- জাতির জনকের জন্ম শত বার্ষিকী, কিছু কথা কিছু প্রত্যাশা