Berger Paint

ঢাকা, শুক্রবার   ০৯ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০ লাখ টাকা! জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত, রেশনিং পদ্ধতিতে লোডশেডিংয়ের পরামর্শ ভারতীয় পেঁয়াজ পৌঁছতেই দেশি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি দুই মাসে হিট স্ট্রোকে ২০ জনের মৃত্যু: দুর্যোগ ফোরাম এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

গাছে গাছে থোকা থোকা মুকুল

আমের বাম্পার ফলনের প্রত্যাশা বাগানের মালিকদের

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

সৈয়দপুরে প্রতিটি গাছে থোকা থোকা ফুটন্ত মুকুলের ব্যাপক সমারোহ, ২০২২ সালে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছে বাগানের মালিকরা, ছবি- প্রতিদিনের চিত্র।

সৈয়দপুরে প্রতিটি গাছে থোকা থোকা ফুটন্ত মুকুলের ব্যাপক সমারোহ, ২০২২ সালে বাম্পার ফলনের আশায় বুক বাঁধছে বাগানের মালিকরা, ছবি- প্রতিদিনের চিত্র।

 

সৈয়দপুরে গাছে গাছে থোকা থোকা মুকুলের ব্যাপক সমারোহ। যে দিকে চোখ যায় সেদিকেই আমগাছগুলো মুকুল সজ্জিত। ছোটবড় সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে লালচে ও সোনালী বরণ মুকুল। ফুটন্ত মুকুলের মৌ-মৌ গন্ধে সুবাসিত চারপাশ। মৌমাছিসহ নানা পতঙ্গ ও মানুষকেও বিমোহিত করছে সেই সুবাস।

 

২০২১ সালের তুলনায় দ্বিগুন মুকুল হওয়ায় বাম্পার ফলনের আশায় বুক বাঁধতে শুরু করেছেন আম গাছ ও বাগানের মালিকরা। সেজন্য প্রয়োজনীয় পরিচর্যার প্রস্তুতিও নিয়েছেন। কৃষি বিভাগও পরামর্শ ও সার্বিক সহযোগীতা প্রদানে তাঁদের পাশে দাঁড়িয়েছে।

 

উপজেলার ৫টি ইউনিয়নের পাড়া মহল্লাসহ শহর এলাকা ঘুরে দেখা গেছে, আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত রয়েছেন আম চাষিরা। গাছে গাছে সার ও কীটনাশক প্রয়োগ ছাড়াও মুকুল ধরে রাখতে সময়মত পানি ও পরিচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

 

শহরের গোলাহাট ওয়াপদা পূর্বপাড়ার আমচাষি রবিউল ইসলাম জানান, এবারে গতবারের তুলনায় অনেক বেশি আমের মুকুল ধরেছে। আবহাওয়াও মোটামোটি এখন পর্যন্ত অনুকূলেই আছে। একারনে আমের ভাল ফলনের আশা করছেন। তিনি বলেন, কোন প্রকার ঝড়ের কবলে না পড়লে ইনশাআল্লাহ এ আশা পূরণ হবে।

 

কামারপুকুর ইউনিয়নের তোকদার পাড়ার আম চাষী ইমরুল হাসান বলেন, তার বাগানে প্রায় ৩ শতাধিক গাছ রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন উন্নত জাতের সুস্বাদু আম রয়েছে। বিশেষ করে এ অঞ্চলের বেশী ফলনশীল হাড়িভাঙ্গা আমের চাষ বেশী করেছেন। পাশাপাশি তিনি ভিন্ন জাতেরও পরীক্ষামূলক চাষ করছেন। তার মধ্যে ল্যাংড়া, মিস্রি ভোগ, গোপাল ভোগ, দুধ আম, গোলাপজাম, সূর্যপুরি, ফজলি আমসহ আরো একাধিক আম।

 

তিনি বলেন, এ কারণেই আমগাছের মুকুল ধরার আগেই দেশের বিভিন্ন এলাকার আম ব্যবসায়ীরা আসেন তার বাগানে এবং সেখান থেকে বড় বড় ব্যবসায়ীরা উপজেলার আমচাষি ও বাগান মালিকদের অগ্রিম টাকা প্রদান করে থাকেন।

 

একইরকম কথা জানান, খাতামধুপুর ইউনিয়নের আমচাষি মোহাইমিনুল ইসলাম ঝন্টু জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছি।পাশাপাশি কৃষি বিভাগের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।

 

মুকুল থেকে আমের গুটি হয়ে ফলন পর্যন্ত যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে গত বছরের চেয়ে দ্বিগুন হবে এবারের ফলন। এমনটিই আশা করছেন এ অঞ্চলের কৃষক। আশান্বিত বাম্পার ফলন পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্টরা সৈয়দপুরে আম সংরক্ষণের জন্য একটি সরকারী কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন।

 

উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কর্মকর্তা ইমরান সরদার জানান, গাছে গাছে যেভাবে মুকুল দেখা গেছে তাতে আবহাওয়ার পরিবর্তন না ঘটলে এবারে এ উপজেলায় আমের ভালো ফলন হবে বলে আশা করছি। আমরা কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন পরামর্শ দিচ্ছি।

 

তিনি আরও বলেন, এ সংক্রান্ত দিকনির্দেশনামূলক একটি পোষ্ট নিজ উদ্যোগে সোসাল মিডিয়ায় দিয়ে সকলকে আমের ভালো ফলন পেতে করনীয় সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এতে যাদের বাড়িতে দুই একটি আম গাছ আছে তারাও উপকৃত হবেন।

এই বিভাগের আরো খবর