Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২০,   আষাঢ় ৩১ ১৪২৭

ব্রেকিং:
ইতালিতে বাংলাদেশিদের আজীবন নিষিদ্ধের দাবি কট্টরপন্থীদের বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৮১ হাজারের বেশি বোরকা পরে নৌকায় চড়ে ভারত পালাচ্ছিলেন সাহেদ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ:
ঈদের জামাত নিয়ে ১৩ দফা নির্দেশনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে কোটি টাকা জরিমানা সৌদির পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, ৮ সেনা নিহত

ওস্তাদের দেয়া কথা রাখেননি রোশান, ফাঁসালেন শুটিং

বিনোদন চিত্র ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

পঠিত: ১৬০
চিত্র নায়ক রোশন

চিত্র নায়ক রোশন

আজ (সোমবার) মাঝখানে বিরতি দিয়ে রাজধানীর পুরান ঢাকায় শুরু হওয়ার কথা ছিল ওস্তাদ ছবিটির তৃতীয় লটের শুটিং। আগে থেকে রোশনের কাছ থেকে শুটিং এর সময় নেয়া হলেও শুটিংয়ে আসেননি তিনি। এমনই অভিযোগ এনেছেন সিনেমাটির পরিচালক সাইফ চন্দন।

এ ব্যপারে ছবিটির পরিচালক সাইফ চন্দন বলেন, সকালে পুরান ঢাকায় সেট ফেলে প্রায় ১০০ জনের টিম নিয়ে শুটিং স্পটে আমরা থাকলেও নায়কের দেখা পাই নি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পাইনি ।

আনিসুর রহমান মিলনসহ আরোও অনেক শিল্পী নিয়ে আমরা বসে আছি। কিন্তু শুটিং শুরু করতে পারছি না। রোশানের শিডিউল অনুযায়ীই আজকে থেকে আমরা শুট করার প্ল্যান করি। কিন্তু সে না আসাতে আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। একটা শুটিং শুরুর আগে পুরো টিম নিয়ে অনেক প্ল্যান করতে হয়, অন্যান্য শিল্পীদের সঙ্গেও শিডিউল মিলাতে হয়। কিন্তু রোশন না আসাতে মানসিকভাবে আমি অপ্রস্তুত হয়ে পড়ি, সেই সঙ্গে আর্থিকভাবে ক্ষতি তো আছেই। তার আজকে না আসাতে প্রায় ২ লাখ টাকার মত ক্ষতির মুখোমুখি হতে হবে। এই দায় কে নেবে!

তিনি আরো বলেন, তার সঙ্গে আগের কথাবার্তায় সবকিছুই চূড়ান্ত হয়েছিল। আমার সহকারী পরিচালক তার সঙ্গে বারবার ফোন/মেসেজ করলেও সে কোন প্রতিউত্তর দেই নি। এই কাজটা মোটেও ঠিক হয় নি। এমনটা কখনোই একজন শিল্পীর কাছ থেকে আশা করা যায় না।

জসিম উদ্দিনের গল্পে ওস্তাদ ছবির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। ফিল্ম ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘ওস্তাদ’ সিনেমাতে রোশান, উষ্ণ ছাড়াও ছবিতে দেখা যাবে তাসকিন রহমান ও অনিন্দ্যিতা মিমিকে।

এই বিভাগের আরো খবর