Berger Paint

ঢাকা, মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১,   মাঘ ৬ ১৪২৭

ব্রেকিং:
অবৈধদের নাগরিকত্ব দিতে আট বছর মেয়াদি প্রক্রিয়া আনছেন বাইডেন
সর্বশেষ:
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণে বিচারক প্রত্যাহার আজ জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

করোনা আক্রান্ত খালেদা জিয়ার উপদেষ্টা আইসিইউতে

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

এম এ হক। ছবি- সংগৃহীত

এম এ হক। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (০১ জুলাই) রাতে এমএ হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এম এ হককে বুধবার রাতে থেকে আইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। বয়সের কারণে শারীরিক নানা সমস্যা রয়েছেন হক। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।

 

এই বিভাগের আরো খবর