Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খাগড়াছড়িতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

 

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেল সুপার মো: জাবেদ মেহেদীসহ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য ও মূল ধারণাপত্র উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

 

সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি ভিত্তি (১) স্মার্ট সিটিজেন, (২) স্মার্ট গভর্নমেন্ট, (৩) স্মার্ট ইকোনমিক এবং (৪) স্মার্ট সোসাইটি সম্পর্কে মতবিনিময় করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসনের ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের স্মার্ট সেবা চালু ও প্রকল্প গ্রহণের অনুরোধ জানান। সভায় বক্তারা স্মার্ট সেবা গ্রহণে জনগণ যাতে উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

 

এসময় সভায় খাগড়াছড়ির বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবির, জেলা সমবায় অফিসার আশীষ কুমার দাশ, এনএসআই সহকারী পরিচালক মো: রাশেদ, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, গুইমারা সেক্টরের পক্ষে মোহা: দেলোয়ার হোসাইন, পানছড়ির ইউএনও রুবাইয়া আফরোজ, মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী, মহালছড়ির ইউএনও জোবাইদা আক্তার, দীঘিনালার ইউএনও মুহাম্মদ আরফাতুল আলম, খাগড়াছড়ি সদর ইউএনও জেসমিন আক্তার, রামগড়ের ইউএনও মমতা আফরিন, মাটিরাঙ্গার ইউএনও নুসরাত ফাতেমা চৌধুরী, লক্ষ্মীছড়ির ইউএনও হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরী, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ পরিচালক (অ: দা) মো: রিয়াসাদ উদ্দিন, জনস্বাস্থ্য ও প্রকৌশলী বিভাগের সহকারী প্রকৌশলী কলি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা, খাগড়াছড়ি বিজ্ঞ পিপি বিধান কানুনগো, ৩২ বিজিবি খাগড়াছড়ির সহ: পরি: মিজানুর রহমান, পরিচালক চেম্বার অব কমার্স সুদর্শন দত্ত, বিটিভি প্রতিনিধি ও দৈনিক অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ সহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর / প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এই বিভাগের আরো খবর