Berger Paint

ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

ঘরেই রাঁধুন মজাদার ‘রুই মাছের কালিয়া’

প্রতিদিনের চিত্র বিডি ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৩  

 

রুই মাছের কালিয়া। অনেকেরই পছন্দের তালিকায় আছে এই খাবার। ঘরে বসেই আপনিও রাঁধতে পারেন দারুণ স্বাদের মাছের আইটেমটি।

 

উপকরণ

১. রুই মাছ ৮ টুকরো

২. পেঁয়াজ বাটা ৫ চা চামচ

৩. আদাবাটা ২ চা চামচ

৪. রসুনবাটা ২ চা চামচ

৫. হলুদ গুঁড়া ২ চা চামচ

৬. ধনিয়া জিরা গুঁড়া ২ চা চামচ

৭. কাজুবাদাম বাটা ৩ চা চামচ

৮. টক দই ৫ চা চামচ

৯. তেজপাতা ২ টি

১০. দারুচিনি ২ টুকরো

১১. এলাচ ২ টি

১২. লবঙ্গ ৪ টি

১৩. টমেটো পেস্ট ৩ টেবিল চামচ

১৪. আস্ত জিরা ২ চা চামচ

১৫. শুকনো মরিচ ৫ টি

১৬. মরিচ গুঁড়া ২ চা চামচ

১৭. সরিষার তেল পরিমাণ মতো

১৮. লবণ স্বাদমতো

 

প্রস্তুত প্রণালি

• প্রথমে মাছ ভাল করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন।

• এরপর পাত্রে সরিষার তেল গরম করে মাছের দুই পাশ দুই মিনিট করে ভেজে নিন। এবার অন্য পাত্রে তুলে রাখুন।

• বাকি তেলে শুকনো মরিচ, আস্ত জিরা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিন। এগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা ও রসুনবাটা দিয়ে দিন। এসব মশলা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাজুবাদাম বাটা, টমেটো পেস্ট, টক দই দিয়ে দিন। এবার পরিমাণ মত লবণ ও পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন।

• মসলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাছগুলি মশলাতে ছেড়ে দিন। মাছগুলি কিছুক্ষণ নাড়ুন। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করে ফেলুন। ঝোল পছন্দ মতো রাখুন। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রুই মাছের কালিয়া।