Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২০,   জ্যৈষ্ঠ ২০ ১৪২৭

ব্রেকিং:
করোনায় পেরুতে ২০ সাংবাদিকের মৃত্যু সিলেটের মেয়র আরিফুলের স্ত্রী করোনায় আক্রান্ত বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ১৬ হাজার, মৃত্যু ৪৬৬৯
সর্বশেষ:
করোনায় মারা গেলেন এনবিআর কর্মকর্তা জসীম উদ্দিন বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ ৫৭ জনের করোনা শনাক্ত সিলেটে ২ চিকিৎসকসহ আরও ৬৫ জনের করোনা পজিটিভ

নিউজ২১বিডি ডটকম`র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

pchitrodesk

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮   আপডেট: ৩০ অক্টোবর ২০১৮

পঠিত: ১৫৭

নিজস্ব প্রতিনিধি: উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টে গত শনিবার বিকাল ৪ টায় দেশের অন্যতম অনলাইন গনমাধ্যম “নিউজ২১বিডিডটকম” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়।

নিউজ ২১ বিডি ডটকম সম্পাদক শরীফুল ইসলাম খানের স্বাগত বক্তবের মাঝে শুরু হয় আলোচনা পর্ব এরপর সম্মাননা, কেক কাটা এবং নৈশ ভোজের মধ্যে দিয়ে এক সফল পরিসমাপ্তি ঘটে অনলাইন মিডিয়া “নিউজ২১বিডিডটকম” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মিলন মেলার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও দৈনিক মানব কণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী ও জনাব ওমর ফারুক, সাবেক মহাসচিব, বাংলাদেশ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও নতুন কাগজের সম্পাদক-  মোঃ সাহেদ;  মেজর দেলোয়ার এইচ খান- চেয়ারম্যান, ভিশন গ্রুপ;   বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি- মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

‘নিউজ ২১ বিডি ডটকম’র প্রকাশক মহসীন ইমামের সভাপতিত্বে এবং শেকানুল ইসলাম শাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাঃ জালাল আহমেদ, জাহিদ ইকবাল, কামাল হোসেন,শামসুদ্দিন লাভলু, মনিরুজ্জামান মিলন, মনিরুজ্জামান মিয়া, মীর হাসান আলী নিয়াজ, কবি আইরিন খান, রাশিদুল হাসান বুলবুল,সেলিম কবির,নাদিরা দিলরুবা, মিনারা সুলতানা প্রমুখ।

নিউজ ২১ বিডি ডট কম” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ বছর ১০ জন বিশিষ্ট নাগরিককে সম্মাননা প্রদান করা হয়। এবার নিউজ২১বিডির সম্মাননা ভূষিত হয়েছেন- গোলাম সারোয়ার (মরণোত্তর), ড. মিজানুর রহমান শেলী ও জনাব জাকারিয়া চৌধুরী (আজীবন সম্মাননা), মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান (মরণোত্তর), জনাব আমিনুল ইসলাম বেদু (সাহিত্য ও গবেষণা), জনাব ওমর ফারুক (সাংবাদিকতা), নাসিমা খান মন্টি (নারী সাংবাদিকতা), মোঃ সাহেদ (মিডিয়া) মনিরুজ্জামান মিয়া (সম্পাদক), মিজানুর রহমান চৌধুরী (সংগঠক), মীর হাসান আলী নিয়াজ (মেটালিক শিল্প) প্রমুখ।

নিউজ২১বিডিডটকম এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, ফোকাস বাংলার চেয়ারম্যান- কামাল হোসেন, দৈনিক বজ্রশক্তির সম্পাদক ও প্রকাশক- সামসুল হুদা, বোমার সাংগঠনিক সম্পাদক সিদ্দিকি তারেক, বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, রিজেন্ট গ্রুপের এমডি- কাজী রবিউল ইসলাম, সহিদুল ইসলাম খান- নিউজ২১বিডিডটকম এর নির্বাহী সম্পাদক, নিউজ২১বিডিডটকম’র উপদেষ্টা সম্পাদক- আজহারুল ইসলাম, উত্তরা মিডিয়া ক্লাবের কোষাধাক্ষ- মাহবুবর রহমান, উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য- আলম মজুমদার, উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য- নাফিস মাহবুব।

আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও গাসিক কাউন্সিলর - অ্যাডঃ শাহিন, এস এম ফারুক- গাসিক কাউন্সিলর, উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য- মাওলানা ওবায়দুল্লাহ, নিউজ২১বিডিডটকম এর সহকারী সম্পাদক - মাহফুজা ইসলাম,  উত্তরা মিডিয়া ক্লাবের সদস্য- তামান্না ইসলাম, সমাজসেবিকা সালমা বেগম, মাহবুবুল আলম, জাকির হোসেন, কামাল হোসেন, মাহবুব চৌধুরী চন্দন, মোঃ সালেক প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর