Berger Paint

ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২০,   শ্রাবণ ২৭ ১৪২৭

ব্রেকিং:
‘এসপির ত্রিমুখী নিশ্ছিদ্র ছকেই মেজর সিনহার নৃশংস হত্যাকাণ্ড’ ৯৪ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ভারতে করোনা শনাক্ত ২২ লাখ ছাড়াল, ৪৪ হাজারের বেশি মানুষ করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়াল, মৃত ৭ লাখ ৩৪ হাজার
সর্বশেষ:
কসবায় ব্যবসায়ী জনি ও অন্ধ ভিক্ষুক হত্যার প্রধান আসামীসহ আট খুনি রামগড়ে ইউএনডিপি`র অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অনিরাপদ মাস্ক কেনার দায়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা ৩০ কোটি ডলারের ক্ষতিতে চামড়া শিল্প ভারতে ৪ মাস জেল খেটে দেশে ফিরলো তাবলিগ জামাতের ১৭ সদস্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

পঠিত: ৫৪৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংগৃহীত ছবি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংগৃহীত ছবি।

 

মহামারী কোভিড-১৯ এর প্রভাবে টানা সাড়ে ৩ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা কার্যক্রম চূড়ান্তভাবে অনলাইনে শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে ২৪টি বিভাগ এ অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, গত দুই মাস পরীক্ষামুলকভাবে অনলাইন ক্লাস পরিচালনার পর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী তারা চূড়ান্তভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেন।

প্রথমদিন বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানান উপাচার্য। তিনি আশা প্রকাশ করে বলেন আগামী দিন থেকে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। তবে তা থেকে দ্রুত উত্তরণ ঘটবে এই অনলাইন শিক্ষা ব্যবস্থায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, করোনার প্রভাবের মধ্যে তিনি প্রতি সপ্তাহে দুটি করে অনলাইন ক্লাস নিয়েছেন। অনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে শুরু হওয়ায় এখন থেকে এর গতি আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পরীক্ষামুলকভাবে ক্লাসে লাইভে ৫০ থেকে ৬০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। নিয়মিত অনলাইন ক্লাসে মোট শিক্ষার্থীর অর্ধেক উপস্থিতি থাকবে বলে তিনি মনে করেন।

ড. খোরশেদ আলম আরও বলেন, মূলত শিক্ষার্থীদের প্রধান সমস্যা মোবাইলের ইন্টারনেটের নেটওয়ার্ক এর দুর্বল স্পিড। এছাড়া অনেকেরই স্মার্ট ফোন কিংবা ল্যাপটপ নেই এবং অনলাইনে যুক্ত হতে যে ডাটা কিনতে হচ্ছে তা ব্যয়বহুল। তিনি এজন্য শিক্ষার্থীদের জন্য 'সুদ মুক্ত শিক্ষা ঋণ' দাবি করেছেন। তাতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং যে সংকট তৈরী হয়েছে তা দ্রুত সমাধান হবে।

 

এই বিভাগের আরো খবর