Berger Paint

ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২০,   শ্রাবণ ২৭ ১৪২৭

ব্রেকিং:
আজ শুভ জন্মাষ্টমী হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলন ছাড়লেন ট্রাম্প প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক, মস্তিষ্কে অস্ত্রোপচার বাতিল হচ্ছে পিইসি-জেএসসি পরীক্ষা
সর্বশেষ:
চাপের মুখে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, হতাহত অনেক বিশ্বে নতুন শনাক্ত ২ লাখ, মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ

বার্সা জয় পেল সুয়ারেজের গোলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

পঠিত: ৯৩
ছবি- গোল ডট কম

ছবি- গোল ডট কম

 

স্প্যানিশ লা লিগায় লুইস সুয়ারেজের একমাত্র গোলে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার ক্যাম্প ন্যুয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই লাল কার্ডের নাটকীয়তার পরপরই গোল তুলে নেন উরুগুইয়ান স্ট্রাইকার। বার্সার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক হলেন সুয়ারেজ।

খেলার দ্বিতীয়ার্ধে নেলসন সেমেদোর বদলে মাঠে নামেন আনসু ফাতি। ঠিক পাঁচ মিনিট পরই তাকে বহিষ্কার হতে হল। এস্পানিওলের ডিফেন্ডার ফের্নান্দো কালেরোকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন বার্সার তরুণ এই ফরোয়ার্ড। যদিও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে তাকে লাল কার্ড দেখানো হয়।

এরপর ঠিক তিন মিনিট পর একইভাবে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও লাল কার্ড দেখে বিদায় নিতে হয়। কাতালানদের স্প্যানিশ তারকা জেরার্দ পিকেকে ফাউল করায় শুরুতে হলুদ কার্ড দেখতে হয়েছিল। শেষ পর্যন্ত ভিএআর দেখে তাকে মাঠের বাইরে পাঠানো হয়।

বার্সার এই জয় চির নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে শততম জয়।

কাতালান ডার্বিতে জয়ের দিনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্ট কমিয়ে এনেছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

স্প্যানিশ লিগে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৭। আর ৩৫ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে বাসেরএলানার পয়েন্ট হলো ৭৬।