Berger Paint

ঢাকা, সোমবার   ০৫ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ৪ দিন বন্ধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে এরদোয়ানের কুশল বিনিময় ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলা শীতলক্ষ্যায় জাহাজের ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৮

ভিটামিন ডি স্বল্পতা করোনায় মৃত্যুর ঝুঁকি বাড়ায়

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২০  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হলো সেদেশের জনগণের শরীরে ভিটামিন ‘ডি’ পরিমাণ কম থাকায়। বিষয়টি উঠে এসেছে ইংল্যান্ডের ক্যামব্রিজে অবস্থিত অ্যাঙলিয়া রাসকিন ইউনিভার্সিটির গবেষক ডা. লি স্মিথ এবং কুইন এলিজাবেথ হসপিটালের ডা. পিটার ক্রিস্টিয়ান ইলি এ ব্যাপারে একটি নির্ভরযোগ্য গবেষণায়।

 

তাদের গবেষণার এই ফল প্রকাশ হয়েছে এজিং ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল নামের প্রভাবশালী জার্নালে । এতে আরো বলা হয়েছে, শরীরে ভিটামিন ডি কম থাকার কারণে ভাইরাস দ্বারা দ্রুত আক্রান্তের শঙ্কা তৈরী হয়। চিকিৎসা বিজ্ঞান মতে, ভিটামিন ‘ডি’ শ্বেত রক্ত কণিকা প্রাণবন্ত করে তোলার কাজ করে।


যদি শরীরে ভিটামিন ‘ডি’ এর মাত্রা কম থাকে সেক্ষেত্রে ভাইরাস দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম হয়। রোগীদের শরীরে ভিটামিন ‘ডি’ অভাব বুঝে আক্রমের সুযোগ নেয় করোনা ভাইরাস।

 

ইতালি এবং স্পেনে করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর হার বেশি দেখা গেছে। এই নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, উত্তর ইউরোপের দেশ দু’টির মানুষের শরীরে ভিটামিন ‘ডি’ এর পরিমাণ অত্যন্ত কম। কারণ হিসেবে গবেষকরা সুপারিশ করেছেন, সেসকল দেশের বয়স্ক ব্যক্তিরা সূর্যের আলো শরীরে পড়তে দেননা। যার কারণে তাঁরা প্রাকৃতিক ভিটামিন ‘ডি’ থেকে বঞ্চিত হন। সূর্যের আলোতে যাওয়া তাদের দারুণ অনীহা, এ কারণে তাঁদের শরীরে গড় ভিটামিন ‘ডি’ কম।

 

ইউরোপের অন্তত ২০টি দেশে আমরা পরিসংখ্যান চালিয়ে দেখেছি, সেখানে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের শরীরে ভিটামিন ‘ডি’ খুবই কম বললেন ডা. লি স্মিথ। লি আরো বলেছেন, ভিটামিন ‘ডি’ পারে করোনা সংক্রমণ থেকে অনেকাংশে রক্ষা করতে। ভিটামিন ‘ডি’ যাদের শরীরে কম, করোনা আক্রান্ত হলে তাদের অবস্থা সঙ্কাজনক হয়। এর মধ্যে যারা গুরুতর সঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদেরও ভিটামিন ‘ডি’ এর অভাব দেখা যাচ্ছে।

 

সূত্র : এআরইউ