Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩ দিনের সফরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী- অ্যান মারি ট্রিভেলিয়ান।

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী- অ্যান মারি ট্রিভেলিয়ান।

 

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী- অ্যান মারি ট্রিভেলিয়ান ৩ (তিন) দিনের সফরে শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশে এসেছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও আলোচনা করবেন।

 

যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- অ্যান মারি ট্রিভেলিয়ান ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, বাণিজ্য ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।

 

এছাড়াও তিনি নাগরিক সমাজ, মানবিক সহায়তাদানে যুক্ত ব্যক্তি, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। বাংলাদেশে গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়টি তাঁর এ সফরে গুরুত্ব পাবে।

 

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ অঞ্চলে ব্রিটেনের স্বার্থে আঘাত বা প্রতিবন্ধকতায় নিষেধাজ্ঞার মতো বিরক্তিকর ইস্যুতে কনজারভেটিভ পার্টি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অ্যান-মারির মূল্যায়নের বিশেষ গুরুত্ব রয়েছে।

 

পুর্বনির্ধারিত খসড়া সূচি অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাবেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় অংশ নেবেন।

 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যান মারি ট্রিভেলিয়ানের সফরটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ব্রিটেনের স্বার্থ–সংশ্লিষ্ট বিষয়াদি দেখভাল করেন। তা ছাড়া, ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বিশেষত রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তার ও ব্যবহারের মতো বিষয়গুলো পর্যবেক্ষেণে দায়িত্বপ্রাপ্ত তিনি।

 

এসবের চেয়ে বড় বিষয় হচ্ছে, এ অঞ্চলে ব্রিটেনের স্বার্থে আঘাত বা প্রতিবন্ধকতায় নিষেধাজ্ঞার মতো বিরক্তিকর ইস্যুতে কনজারভেটিভ পার্টি ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অ্যান-মারির মূল্যায়নের বিশেষ গুরুত্ব রয়েছে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পাওয়ার আগে অ্যান মারি ব্রিটেনের যোগাযোগ বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী।

 

এই বিভাগের আরো খবর