Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রঞ্জিত গোধূলি: “মন পাওয়া যায় তবু মানুষ পাওয়া যায় না।”

রহিমা আক্তার মৌ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  



দুটো বড় গল্পই বলা চলে বইতে। "রঞ্জিত গোধূলি" ও "তাপসী" দুটো গল্পে ফুটে উঠেছে দুই ধরণের প্রেম ভালোবাসা।

 

"রঞ্জিত গোধূলি" অসাধারণ, আমিও কারো সাবু হতে চাই আর তাকে বাবু বলে ডাকতে চাই,,,,, পড়ছি আর নিজেকে সাবু চরিত্রে দাড় করিয়েছি। আসলে কল্পনায় অনেক কিছু করা যায় বাস্তবে না। বাস্তবে সাবুদের খুঁজে পাওয়া যায়না তেমন, এটা সাবুদের দোষ নয়, এটা সমাজের, এটা অদৃশ্য এক বাস্তবতার। তবুও বারবার সাবু হতে চেয়েছি। দীর্ঘ এতো বছর ভালোবাসাকে লালন করে থাকাটা অনেক কষ্টের।

সেই আমার উক্তির মত,
"মন পাওয়া যায় তবু মানুষ পাওয়া যায় না।"

 

জীবনটা অনেক ছোট আবার বড় ও হয় মাঝে মাঝে। আসলে যখন যা প্রয়োজন। আমি গল্প লিখি, আমার গল্প নাকি ৮০ দশকের গল্প হয়। "রঞ্জিত গোধূলি" কত দশকের তা বলা মুশকিল, তবে ভালোবাসা যে কতটা স্বচ্ছ হতে পারে তাই ফুটিয়ে তুলেছেন লেখক অভিনেতা আবুল হায়াত। পড়তে পড়তে মনে হচ্ছে এই বুজি ছুঁয়ে দিবে বর্তমান সমাজের উশৃংখল কোন ভালোবাসাকে। কিন্তু এক স্বচ্ছতা ও সাবলিল রোমাঞ্চকর গল্পের প্লাটফর্ম। বিদায়ের মুহুর্তে যেন আমি উড়ে যাচ্ছি বাবুর প্লেনের সাথে নয়তো উপরের মেঘের সাথে। আমার নিজেকে মাটিতে এনে সাবু হয়ে বসে থাকি উপরে তাকিয়ে।

 

তাপসী কে পড়ছি নাকি বাবুলকে আবিস্কার করছি। পড়েই যাচ্ছি, ভাবছি কি হতে চলছে। অবিশ্বাসের এই পৃথিবীতে তাপসী কি রানি হয়ে জীবন যাপন করবে নাকি কল্পনার তাপসী হয়ে নতুন জীবন পাবে। পড়ছি আর যাচ্ছি, তবে কি বাবুল নিজেই দিবে তাপসীকে নতুন জীবন? আমার মানবী গল্পে এমন তাপসী ছিল, ছিল সললুর মতো এক পুরুষ ও। তবে কি সেই পুরানো কাসুন্দির মতো কিছু। অত:পর তাপসী নতুন জীবন পেলেও, বাবলু দিলেও সেটা হয়েছে সললুর হাত ধরেই। জীবন আসলেই এক রহস্যময়, কেউ বাঁচে আর কেউ বাঁচায়।

 

গল্পের ঠিক শেষটুকুতে নিজেকে জিইয়ে রাখলাম। বন্দি করলাম এক নতুন ভালোবাসায়। ভালোবাসা আসলেই সেই আদা কাটা বটি, নয় রসুন কাটা। ভালোবাসা আসলেই পটল কাটা বটি নয় ঢেড়স কাটা। ভালোবাসাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখতে হয় ভালবাসা দিয়ে। ভালোবাসাকে স্বপ্ন দেখাতে হয় ভালোবাসা দিয়েই। জয় হোক ভালোবাসার। আমরা সকলেই আসলেই বাস্তবতার এক নাট্যমঞ্চে বসবাস করি, কেউ বিশ্বাস করি কেউ করিনা।

 

তাপসী গল্পের শেষটুকু,,,,
চললেন তাইলে?
যাই। এখানকার কাজ তো শেষ।
কাজের কি শেষ আছে? কাজ শেষ হইলেই তো আমরা নাই হইয়া যামু।
আপনার প্রতি আমি কৃতজ্ঞ। অসময়ে আপনি আমাকে— আমি না। সবই উনি ।
ওপরে হাত তুলে দেখান ফকির বাবা।
আসি তাহলে ।
আপনার মতো মানুষ আরও দরকার।
আমি কেমন মানুষ জানি না। তবে চেষ্টা চলছে এমন কিছু মানুষ তৈরি করতে
যারা বিশ্বাস করে— আমরা সবাই পাখি। এই বিশ্ববহ্মাণ্ড একটা পাখি। পৃথিবীর সব সমস্যার সমাধান কেবল ভালোবাসা দিয়েই সম্ভব। যদি আমরা ভেতরের আমি চিনতে পারি, তখনই সেটা সম্ভব।
আল্লা ভরসা। বিদায়।
শান্তিতে থাকবেন।
খোদা হাফেজ।
বিদায় নিয়ে চলে গেল বাবলু। সেদিকেই তাকিয়ে ফকির বাবা। তাঁর মুখে প্রশান্তির হাসি। কিছুক্ষণের মধ্যেই কুয়াশায় ঢাকা রাতের অন্ধকারে হারিয়ে গেল বাবলুর হন্টনরত শরীরটা

 

বই "রঞ্জিত গোধূলি"
লেখক : আবুল হায়াত
প্রিয় বাংলা প্রকাশন
প্রচ্ছদ : বিপাশা হায়াত,
গায়ের মূল্য ২৫০/

 

লেখক: সাহিত্যিক, কলামিস্ট ও প্রাবন্ধিক