Berger Paint

ঢাকা, সোমবার   ০৫ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ৪ দিন বন্ধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে এরদোয়ানের কুশল বিনিময় ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলা শীতলক্ষ্যায় জাহাজের ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৮

রাঙ্গামাটিতে কচুরিপানার কারণে বিপাকে নৌযান

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।


৭২৫ বর্গকিলোমিটার আয়তনের সুবিশাল কাপ্তাই হ্রদে ঘিরে রেখেছে এই জেলাকে, যা এই জনপদের যোগাযোগের প্রধানতম মাধ্যমও। বর্ষা মৌসুমে হ্রদের জলে বিপুল পরিমাণের কচুরিপানার উপস্থিতির কারণে বিপাকে পড়তে হয় হ্রদে চলাচলকারী নৌযানগুলোকে।

 

এই নৌরুটে চলাচল করা সাধারণ মানুষ, জেল ও মাছ ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। সমস্যা সমাধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। আর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের।
 

কাইন্দারমুখ, রাঙামাটির শহর থেকে মাত্র ১০ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এখান থেকে শহরে আসতে সময় লাগে ২০ মিনিট। উজানের ঢলে পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানায় প্রায় বন্ধ হয়ে গেছে এই চ্যানেলটি। এতে জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি ও বরকল উপজেলার নৌ-যোগাযোগের ক্ষেত্রে বেড়েছে দুর্ভোগ।
 

হ্রদের বুকে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে জমে থাকা কচুরিপানা গালার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই পথে তৈরি হয়েছে নৌজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। বড় নৌযানগুলো চলতে পারলেও কষ্টের শেষ নেই ছোট বোট, স্পিডবোট চালকদের।
 

কখনো বা বোটে দড়ি বেঁধে টেনে বের করার চেষ্টা করা হচ্ছে। আবার কখনো বোটের ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে কচুরিপানার ভেতরে। এতে শুধু নৌযাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার মৎস্য ব্যবসায়ীরাও।


 
ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে লাগত ২০-৩০ মিনিট এখন সেখানে লাগে আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা। এই জায়গাটা পার হতে গিয়ে অনেক নৌকা ভেঙে গেছে। এখানে মাছ মারার পর নিয়ে আসতে হলে ৩-৪ ঘণ্টা বসে থাকা লাগে।
 

ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হবে বলে জানিয়েছেন বিএফডিসির কর্মকর্তা। আর দুর্ভোগের কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
 

রাঙামাটি বিফডিসির বিপনন উপব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, বিএফডিসির কমান্ডার স্যারের নির্দেশনায় আমরা কাইন্দারমুখে এসেছি। আমরা এসে পর্যবেক্ষণ করেছি।
 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এত বিশাল বড় এরিয়া ম্যানুয়ালি করাটা অনেক কষ্টের। এটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমরা এ বিষয়টা দেখছি, আমাদের নজরে আছে।
 

রাঙামাটির ৪ উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চলাচলের একমাত্র নৌরুট কাপ্তাই হ্রদ।

এই বিভাগের আরো খবর