Berger Paint

ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

রোনালদোর ভাইয়ের বিরুদ্ধে জার্সি জালিয়াতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

 

টি-শার্ট জালিয়াতি বিতর্কে সরাসরি জড়িয়ে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভাই হুগো দস সান্তোস আভেইরো। তার বিরুদ্ধে ইতালির সরকারি কৌঁসুলি অফিস কর্তৃক জুভেন্টাসের জাল জার্সির মামলায় আনুষ্ঠানিক ভাবে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। কোরিয়েরে দেল্লো স্পোর্তের বরাতে খবরটি প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

প্রতিবেদনে বলা হয়, হুগো প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স ছাড়াই রোনালদোর ছবি এবং স্বাক্ষর ব্যবহার করে জুভেন্টাসের টি-শার্ট বিক্রির করায় তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

 

জানা যায়, রোনালদোর ভাই অনুমতি ছাড়াই অনলাইনে জুভেন্টাসের জার্সি বিক্রির ব্যবসা চালাচ্ছিলেন। যেখানে সিআর সেভেনের ছবি ও স্বাক্ষর থাকায় সেই জার্সি বেশ বিক্রি হচ্ছিল। তবে এর জেরেই রীতিমতো বিপাকে পড়ে পেগাসো নামে হুগোর সংস্থা।

 

বিশ্ব জুড়ে এমন কাণ্ড হয়তো অনেকেই করছেন। আইনি জটিলতাতে পড়লেও সেই সব সংস্থা খবরে আসে না। এ ক্ষেত্রে যেহেতু রোনালদোর ভাই জড়িত, তাই এই বিতর্ক ডালপালা মেলেছে। শুধু জার্সি জালিয়াতি কাণ্ডে যে হুগোর নাম জড়িয়েছে তাই নয়, জড়িয়ে গেছে পর্তুগিজ তারকার নামও।

 

২০১৯ সালে ঘটনা প্রথম নজরে আসে। তখন রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সেই সময়েই দেখা যায় তুরিনের ক্লাবের জার্সি হুগোর সংস্থা পেগাসো অনলাইনে বিক্রি করছে। বিশ্বের যে কোনো বড় ক্লাব তাদের জার্সির পেটেন্ট নিয়ে রাখে। জার্সি বিক্রি করতে গেলে অনুমতি নিতে হয়। কিন্তু জুভেন্টাসের কাছ থেকে কোনো অনুমতিই নেননি রোনালদো ভাই । তার ওপর তিনি ব্যবহার করছিলেন রোনালদোর ছবি ও স্বাক্ষর। এতে তৈরি হয় জটিলতা।

 

এর আগে হুগোর সংস্থার বিরুদ্ধে ২০১৯ সালেই তদন্ত শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, জার্সি জালিয়াতি যে হয়েছে, সন্দেহ নেই। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতিপূরণ দিতে হবে কিনা, তা অবশ্য এখনও জানা হয়নি। কিন্তু ভাইয়ের এমন কাণ্ডে রোনালদো নিজেও কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছেন।

 

ইতালির ক্লাব থেকে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। কিন্তু পুরনো ক্লাবে ফেরাটা খুব একটা সুখের হয়নি। সেই ক্লাব ছেড়ে তিনি এখন সৌদি আরবে আল নাসেরের জার্সিতে খেলছেন। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে।

এই বিভাগের আরো খবর