Berger Paint

ঢাকা, সোমবার   ০৫ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ৪ দিন বন্ধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে এরদোয়ানের কুশল বিনিময় ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলা শীতলক্ষ্যায় জাহাজের ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৮

রোয়াংছড়িতে উথোয়াইয়ই মারমাকে অপহরণ

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

উথোয়াইয়ই মারমা। ছবি- প্রতিদিনের চিত্র

উথোয়াইয়ই মারমা। ছবি- প্রতিদিনের চিত্র


বান্দরবানের রোয়াংছড়িতে রাতে আধারে এসে দুর্বৃত্তরা উথোয়াইয়ই মারমা (৫৪) কে অপহরণ করে নিয়ে গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক প্রায় রাত ১০টার দিকে রোয়াংছড়ি নতুন পাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে। জানা যায়, রোয়াংছড়ি নতুন পাড়া বাসিন্দার সাগ্য মারমার ছেলে উথোয়ায়ই মারমা।

 

পুলিশ ও স্থানীয়ার জানায়, রবিবার রাতে অপহরণ ঘটনা শুনে অনেক খোঁজাখুজি করেও এখনো পর্যন্ত তাকে কোথাও পাওয়া যায়নি। অপহৃত ব্যক্তির স্ত্রী উখ্যাচিং মারমা (৫০) বলেন, আমরা দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে রোয়াংছড়ি নতুন পাড়ায় বসবাস করে আসছিলাম। আমরা দিন আনি দিন খাই, আমাদের শুক্র আছে বলে মনে করিনা। আমার স্বামী একজন নিরীহ ব্যক্তি। গতকাল রাতে হঠাৎ করে অস্ত্র-সস্ত্র নিয়ে কয়েকজন সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামী উথোয়াইয়ই মারমাকে ধরে নিয়ে গেছে। ছোট ছেলে রাইমিউসিং মারমা বলেন, আমি একা একা টিভি দেখছিলাম। তখন হঠাৎ ঘরের বাহিরে থেকে ডাক দিতে দিতে দরজায় নক করেন। তখন কিছু জিজ্ঞেস না করে আমি দরজারটি খুলে দেই। পরে দরজার খোলার সাথে সাথে কোন কথা না বলে প্রায় ৫-৬জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন।

 

প্রবেশ করার পর প্রথমে বাড়িতে ঘুমিয়ে থাকা কলা বেপারী শৈহ্লাচিং মারমাকে ঘুম থেকে তুলে ধরে নিয়ে যায়। প্রায় ১৫মিনিট পরে আবার এসে আমার বাবাকে (উথোয়াইয়ই) বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ দুজনকে ধরে নিয়ে যাওয়ার পরে অংজাই পাড়া বাসিন্দার কলা বেপারী শৈহ্লাচিং মারমাকে ছেড়ে দিলেও উথোয়াইয়ই মারমাকে ছাড়েননি। পরে পাড়া পড়শীদের মধ্যে বিষয়টি জানা জানি হলে খোজা খুজি করেও অপহৃত উথোয়াইয়ই মারমাকে কোথাও পাওয়া যায়নি।

 

এখন এলাকার আতংক বিরাজ করছে। রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিত কবির সত্যতা স্বীকার করে বলেন,আমরা অপহরণ ঘটনা শুনে সকালে অপহৃত ব্যক্তির বাড়িতে পরিদর্শন করছি। তবে এখানো পর্যন্ত অপহৃত ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরো খবর