Berger Paint

ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২০,   শ্রাবণ ৩০ ১৪২৭

ব্রেকিং:
বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৪৯ হাজারেরও বেশি ‘১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটে যুক্তরাষ্ট্র’ সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৬ ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী
সর্বশেষ:
রাজধানীর মিরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত।

রোয়াংছড়িতে সেইপ প্রকল্পের দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা সম্পন্ন

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান)

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

পঠিত: ৪০৫

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলাতে সামাজিক প্রচারাভিযানে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অংশীজনদের জন্য অবহিতকরণ কমর্শালা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ নভেম্বর বৃহস্পতিবার।
 
সেইপের সামাজিক প্রচারভিযানের উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মার্মা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন, উপসচিব ও সহকারি নিবার্হী প্রকল্প পরিচালক, সেইপ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:নুরুল ইসলাম অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সহকারী নিবার্হী প্রকল্প পরিচালক,  সেইপ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বান্দরবান টিটিসি  প্রিন্সিপল পলাশ কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হাহিবুন নেছা। 
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অভূতপূর্ব ধারা টেকসই করার জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অংশীজনদের জন্য দিন ব্যাপী অবহিতকরণ কর্মশালা হয়েছে। 
 
পায়া্কট বাংলাদেশ সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের সারা দেশে সেইপ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবকতীদের প্রশিক্ষণ দিয়ে থাকে ১৫ থেকে ৪৫ বছর বয়সীদেরকে সারা দেশে।
এ অবহিতকরণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, রোয়াংছড়ি উপজেলা মন্ত্রীর প্রতিনিধি নাইতং বুইটিং,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু, রোয়াংছড়ি কলেজের প্রিন্সিপল জেরী বম, কারিতাস এনজিও আইসিডিপি সিএইচটি সমন্বয়ক প্রিতি কান্তি যোসেফ, ৩৪১ নং পাইক্ষ্যং মৌজার হেডম্যান বৈঠাং বম, সমাজ সেবক শিশির তঞ্চঙ্গ্যা, অবসর প্রাপ্ত শিক্ষক মংপু মারমা, যুব নেতা সুমন জয় তঞ্চঙ্গ্যা, যুব নেতা অনিক তঞ্চঙ্গ্যা, যুব নেতা মেহ্লাঅং মারমা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদোক্তার আপন তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর