Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১,   মাঘ ১৫ ১৪২৭

ব্রেকিং:
চসিক নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি
সর্বশেষ:
মার্চের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির আবাসিক হল চসিকে ভোট আজ: আস্থার সঙ্কটে ভোটাররা, ৭৩৫ কেন্দ্রের ৪২৯টিই ঝুঁকিপূর্ণ একদিনে করোনায় কেড় নিল আরও ১৬ হাজার প্রাণ

লাইফ সাপোর্টে হাসানাত আব্দুল্লাহ

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

 

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তার একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনেই ছিলেন। গতকাল রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। শ্বাসকষ্ট খুব বেশী বেড়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।

 

স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একজন চিকিৎসক জানান, আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিলো। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে গিয়েছিল। পিএইচ ছিল ৭ এ। তার হার্টের অবস্থাও ভালো নয়। ফলে সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা যে পর্যায়ে আছে তাতে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব হচ্ছে না।

 

এই বিভাগের আরো খবর