Berger Paint

ঢাকা, সোমবার   ২৯ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির চট্টগ্রামে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা ওয়াসার পানিতে ভরসা নেই রাজধানীবাসীর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই : কৃষিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু ব্যবস্থাপনা কঠিন: স্বাস্থ্য অধিদপ্তর

শিশুদের জগৎ ভিন্ন এবং ভাব ভাবনাও পৃথক

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

শিশুদের জগৎ আলাদা৷ তাদের ভাব ভাবনাও পৃথক৷ তারা স্নেহ ও মমতার পরশ চায়৷ ভয় ও অতংক তাদেরকে সন্ত্রস্ত করে৷ আহত করে৷ শিশুরা খেলনা ভালোবাসে৷ বেড়াতে ভালোবাসে৷ মজা খেতে চায়৷ তাদের বৈধ চাহিদা পুরণ না হলে তারা কষ্ট অনুভব করে৷ পিতা মাতার মাঝে সম্পর্ক স্বাভাবিক থাকলে বা উন্নত থাকলে তার প্রভাব পড়ে বাচ্চাদের হৃদয় জগতে৷ পরিবারে ঝগড়া ঝাটি থাকলে বাচ্চার মনোজগতে তার কুপ্রভাব পড়ে৷ বাচ্চাদের দিকে খেয়াল করে দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা এড়িয়ে যেতে হয়৷ শিশুরা নানা প্রশ্ন করে৷ প্রশ্ন করে বার বার৷ তাদের সাথে রাগ না তরে তাদের কৌতুহল মিটানের জন্য সুন্দর ও সঠিক উত্তর দিতে হয়৷ শিশুরা যদি তাদের বৈধ চাহিদাগুলো না পায় তাহলে বিষন্ন থাকে৷ তাদের সাথে মিথ্যা কথা বললে তারা সহজেই তা ধরে ফেলে৷ বাচ্চারা নতুন জামা নতুন জুতো পছন্দ করে তাদেরকে নানা উৎসবে তা দিতে হয়৷ শিশুরা তাদের কাজের স্বীকৃতি চায়৷ তাদেরকে কোনো ভালো কাজ করলে উৎসাহিত করা এবং পুরস্কার প্রদান করা৷ শিশুদের তিন থেকে সাত বছর পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ দেখে দেখে শিশুরা অনেক কিছু শিখে৷ তাদেরকে ঐতিহাসিক স্থান ভ্রমণ করানো সময়ে সময়ে৷ জাতীয় ও দীনি ব্যক্তিত্বদের জীবনী সম্পর্কে গল্পে গল্পে ধারনা দেওয়া৷ ভূত পেত্নির গল্পে শিশুরা ভয় পায় এগুলো বই ও গল্প থেকে শিশুদের দূরে রাখা৷ চরিত্র গঠণে সহায়ক গল্প পড়ে শুনানো যেতে পারে এবং মুখে মুখে গল্প বলা যেতে পারে৷ শিশুরা যখন পড়তে পারে তখন থেকেই ভালো বইয়ের সাথে পরিচিত করানো এবং পৃথক একটি পাঠকক্ষ নির্ধারণ করে দেওয়া যেন সে বইয়ের জগতে সময় কাটাতে পারে৷ টিভি ও বাজে কার্টুনের নেশা ক্ষতিকর৷ এতে কিছু হাসি কৌতুক শিখলেও বাচ্চারা অমনোযোগী হয়ে ওঠে৷ শিশুকালে বাচ্চাদেরকে সহীহভাবে কুরআন শিক্ষা দিতে হয় অন্যথা বড় হলে কুরআনের হরফগুলোও আর শুদ্ধ হয় না যথাযথভাবে৷ শিশুদের নিয়ে জুমায় ও ঈদগাহে যাওয়া উচিৎ এতে শিশুকাল থেকে ধর্মীয় বিষয়ের প্রতি টান তৈয়ার হবে৷

প্রতিটি শিশু একটি জগৎ অপার বিস্ময়ের জগৎ৷ সফল অভিভাবকরা এই জগৎ আবিস্কার করে৷ এই জগৎ আনন্দের জগৎ৷ সরলতার জগৎ৷ ভালোবাসার জগৎ৷

যারা দেশে দেশে শিশু হত্যা করছে তারা অমানুষ৷ পিচাশ৷ বর্বর৷ শিশুরা নিরপরাধী৷ শিশুরা নিষ্পাপ৷ শিশুরা ফুলের মতো সুরভিত৷