Berger Paint

ঢাকা, সোমবার   ২৮ নভেম্বর ২০২২,   অগ্রাহায়ণ ১৪ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আবারও পেছালো যে কোনো মূল্যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবীর ফের রিমান্ডে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ সাংহাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভ

শুরু হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন

এস এম মোজতাহীদ প্লাবন

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ এর অনক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার হাল্ট প্রাইজ কমিটি এই রেজিষ্ট্রেশনের উদ্যোগ নিয়েছে।

 

মঙ্গলবার, ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থী।

 

জানা যায় যে, হাল্ট প্রাইজ ইন্টারন্যাশনাল এ এবার বিষয় নির্ধারিত হয়েছে "রি ডিজাইনিং ফ্যাশন"৷ অর্থাৎ পোশাকশিল্প নিয়ে নিজেদের অসাধারণ সব ব্যবসা উদ্যোগ প্রস্তাবনা করতে পারবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া  তরুণ উদ্যোক্তরা।

 

এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মানুযায়ী রেজিস্ট্রেশনের জন্য ৩ থেকে ৫ জনের একটি দলগঠন করতে হবে। যেকোনো শিক্ষাবর্ষের যেকোনো বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। প্রতিটি দলে সর্বোচ্চ একজন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকতে পারলেও  কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রতিযোগী হিসেবে দলে থাকতে পারবে না।

 

অন ক্যাম্পাসে বিজয়ী দল পাবে আঞ্চলিক পর্বে যাওয়ার টিকেট। এছাড়াও বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত বিজয়ী দল ব্যবসা শুরু করার জন্য পাবে ১ মিলিয়ন ডলার!

 

বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়" অন ক্যাম্পাস রাউন্ডে অংশ নিতে করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন বুথ বসেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং জয় বাংলা ভাস্কর্যের সামনে। এবছর রেজিস্ট্রেশন এর জন্য কোনো ফি নেয়া হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত৷ অফলাইনের পাশাপাশি প্রতিযোগীরা অনলাইনেও রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।

 

উল্লেখ্য যে, জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত, শিক্ষার্থীদের নোবেলখ্যাত "হাল্ট প্রাইজ" হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অন ক্যাম্পাস রাউন্ড আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরো খবর