Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

সর্ব সাধারণের প্রশংসায় ভাসছেন কালীগঞ্জের ইউএনও জহির ইমাম

মোসলেম উদ্দিন রনি, কালীগঞ্জ (লালমনিরহাট)

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

 

মানবিক কর্মকর্তা হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। যোগদানের পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি । তিনি এই উপজেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই,তার গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাধারন মানুষের মনে স্থান করে নিয়েছেন।

 

সাম্প্রতিক কালীগঞ্জ উপজেলায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ব্যবসা বন্ধে বেশ কয়েকটি বালুর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি । এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ইউএনওর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত  অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ, সাধারণ জনগনের উপস্থিতিতে বিনষ্ট করে ফেলেন।

 

তিনি যোগদানের পর  উপজেলার ভোটমারী  ইউনিয়নে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ১ টি,চলবলা ইউনিয়নে ১টি, চন্দ্রপুর ইউনিয়নে ১ টি,  অবৈধ ড্রেজার মেশিন ও আনুমানিক ২  হাজার ফুট পাইপ বিনষ্ট করেন। উল্লেখ্য যে, এর আগেও তিনি বিভিন্ন  যায়গায় গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

 

১২ মার্চ (রবিবার) উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম  কালীগঞ্জ রিপোর্টার ইউনিটির সাংবাদিক গণের তথ্য মতে কৃষি জমি রক্ষার জন্য  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে  জনগন,কৃষক,দিনমজুর ও সাধারন মানুষের মাঝে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি খুবই ভালো চোঁখে দেখছেন এলাকার সাধারন জনগণ । কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এটি  একটি নতুন চমক হিসাবেও দেখছেন উপজেলাবাসী। সাধারন জনগনের বক্তব্য এই যে, এ রকম দক্ষ অফিসার এই উপজেলায় থাকলে এই উপজেলা আরও এগিয়ে যাবে "

 

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরো খবর