Berger Paint

ঢাকা, শনিবার   ১৬ জানুয়ারি ২০২১,   মাঘ ৩ ১৪২৭

ব্রেকিং:
দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভা ভোটগ্রহণ চলছে
সর্বশেষ:
সোমবার থেকে সব ভ্রমণ করিডোর বন্ধ করছে যুক্তরাজ্য ভারতে বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকাদান কর্মসূচি শুরু

সুন্দরগঞ্জে বন্যায় দুই হাজর হেক্টর জমির ফসল বিনষ্ট

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র

ছবি- প্রতিদিনের চিত্র

 

আবারও অবিরাম বর্ষন এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যায় প্রায় দুই হাজর হেক্টর জমির আমন ও সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। সরকারিভাবে নির্মজিতর পরিমান ১ হাজার ৬৫০ হেক্টর। এর মধ্যে সবজি ক্ষেত ১০০ হেক্টর।

 

সূত্রে জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ’ঘাঘট’ নদীতে বন্যায় ৩৫০ হেক্টর জমি এবং ’তিস্তা’ নদীতে বন্যায় ডুবে গেছে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমি। ক্ষতিগ্রস্থ কৃষকরা নির্মজিত ‘আমন ও সবজি ক্ষেত’ নিয়ে চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

 

উপজেলার পাইটকাপাড়া গ্রামের রাজু মিয়া জানান, তার তিন বিঘা জমির উঠতি আমনক্ষেত এখন পানির নিচে পড়ে রয়েছে। বেশিভাগ ধানের গোছা ইতিমধ্যে পঁচে গেছে। তার দাবি চলতি বছর তিনি এক ছটাক আমন ধানও ঘরে তুলতে পারবেন না। তার পরিবার নিয়ে তিনি কিভাবে সংসার চালাবেন তিনি নিজেও জানেন না। তিনি সরকারের নিকট ভুর্তকির দাবি জানিয়েছেন।

 

ভাটিকাপাসিয়া গ্রামের শফিকুল জানান, তার এক বিঘা জমির মরিচ এবং এক বিঘা জমির বেগুন ক্ষেত সম্পন্নরুপে নষ্ট হয়ে গেছে। আগামী ১৫ দিনের মধ্যে তার সবজি ক্ষেতে ফলন ধরতে শুরু করত। তার দুই বিঘা জমিতে ফসল লাগানোসহ মোট খরচ হয়েছিল ৫০ হাজার টাকা।

 

 

 

এই বিভাগের আরো খবর