Berger Paint

ঢাকা, বুধবার   ২৯ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের পোশাক কারখানায় ঈদের ছুটি ২১ এপ্রিল বিক্ষোভের জেরে পিছু হটলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি জেসমিনের মৃত্যুর কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালনে কর্মসূচি গ্রহণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র

ছবি- প্রতিদিনের চিত্র


ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তৎপ্রেক্ষিতেই বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।


জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রইজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক খ.আ.ম. রশিদুল ইসলাম, সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সভায় জুম এ্যাপের মাধ্যমে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।


সভার শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বে-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ, স্কুল-কলেজে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে। সভায় জেলা প্রশাসক জানান, ১৫ আগষ্ট সকাল সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ শহর মিলনায়তনে নিরপদ দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বে-সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগের আরো খবর