Berger Paint

ঢাকা, বুধবার   ২৯ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের পোশাক কারখানায় ঈদের ছুটি ২১ এপ্রিল বিক্ষোভের জেরে পিছু হটলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি জেসমিনের মৃত্যুর কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন

রাঙ্গামাটিতে স্বর্গীয় শ্রীসুরেন্দ্র লাল ত্রিপুরা স্মরণে শিক্ষাবৃত্তি প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

ছবি- প্রতিদিনের চিত্র।

ছবি- প্রতিদিনের চিত্র।

 

রাঙ্গামাটিতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজার আর্থিক সহযোগিতায় স্বর্গীয় শ্রী সুরেন্দ্র লাল ত্রিপুরার স্মৃতি স্মরণে আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

গত শুক্রবার (২২জানুয়ারী ২০২১খ্রিঃ) বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা সদর গর্জনতলীস্থ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন এর কার্যালয়ের রোলেক্স স্মৃতি মিলনায়তনে ‘‘এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি, আলোকিত সমাজ গড়ে তুলি’ এর প্রতিপাদ্যে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের রাঙ্গামাটি জেলা শাখার ১৪তম ও কলেজ শাখার ২য় দ্বি-বার্ষিক কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি বিপুল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তি প্রদান করেন।

 

এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি হৃদয় ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা ও রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা ও রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা অরুনেন্দু ত্রিপুরা, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র প্রতিষ্ঠাকালীন সদস্য বিদ্যু শংকর ত্রিপুরা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খোকনেশ্বর ত্রিপুরা (খুমুই), ৩৮তম বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত রয়া ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরা প্রমুখ।

 

আলোচনা সভায় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র রাঙ্গামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক সীমা ত্রিপুরা।

 

আরো পড়ুন: আজ দেশে আসছে আরও ৫০ লাখ ডোজ ভ্যাকসিন

 

বক্তারা বলেন, সুরেন্দ্র লাল ত্রিপুরা জাতির ভাষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি শুধু ত্রিপুরাদের জন্য কাজ করেনি। বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্যও কাজ করে গেছেন বলে জানান তারা। এসময় স্বর্গীয় সুরেন্দ্র লাল ত্রিপুরার স্মরণে নিরবতা পালনও করা হয়। সভা শেষে ১৫০০টাকা করে ১১জন আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

এই বিভাগের আরো খবর