Berger Paint

ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

মধ্যপ্রাচ্যে রমজান মানে সস্তার মাস, নিত্যপণ্যের দাম অর্ধেকেরও কম

সংবাদ বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

 

মজান মাস ঘিরে বাংলাদেশের বাজারে মুনাফা লোটার প্রতিযোগিতা দেখা গেলেও মধ্যপ্রাচ্যে দেখা যায় ঠিক তার উল্টোচিত্র। সুপারমার্কেট, চেইনশপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও দেয়া হয়েছে বিপুল মূল্যছাড়। আর এই ভালো কাজটিকে উৎসাহিত করা হয় দেশগুলোর সরকারের পক্ষ থেকেও। ফলে খাদ্যপণ্য থেকে শুরু করে পোশাক, গৃহস্থালি সব ধরনের পণ্যেই ভোক্তা কমমূল্যে কিনতে পারে এ মাসে।

 

গালফ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর রমজান উপলক্ষে ৯০০-এর বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এ পণ্যগুলো বিশেষ মূল্যছাড়ে বিক্রি চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত। বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার। বরকতময় মাসে কম মূল্যে খাদ্য এবং অন্যান্য পণ্য পরিবারের চাহিদা মেটাতে সাহায্য করবে। এ কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

 

যেসব পণ্যের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডলস, দই ও দুগ্ধজাত পণ্য, সিরিয়াল ও কর্নফ্লেক্স, গুঁড়া দুধ ও কনডেন্সড মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, শাক-সবজি, মুরগি, ডিম, মাংসসহ আরো অনেক কিছু। দেশটিতে মূল্যছাড়ের পাশাপাশি অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফ্রিতেও খাবার বিতরণ করে।

 

রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ মন্ত্রণালয় পাঁচ হাজার খাদ্যপণ্যে ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। রমজানজুড়ে খুচরা দোকান ও সুপারমার্কেটে এ সুবিধা পাওয়া যাচ্ছে। দেশটির প্রতিযোগিতা ও ভোক্তা সুরক্ষা বিভাগের পরিচালক হাশিম আল নুয়াইমি এক বিবৃতিতে বলেন, ‘এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে রমজানে মানুষ যেন তার প্রয়োজনীয় সব পণ্য সস্তায় কিনতে পারে এবং বাজার স্থিতিশীল থাকে।’

 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইউএইর পাঁচটি সুপারমার্কেট ও হাইপার মার্কেট রমজান উপলক্ষে ১০ হাজারের বেশি খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট, ইউনিয়ন কোপ, ক্যারেফোর, আল আদিল ট্রেডিং এবং আলমায়া সুপারমার্কেট।

 

দুবাইতে রমজান এলে এখানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কিছুর দাম কমিয়ে দেয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এ কাজটি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো করে থাকে। ফলে সবাই এর সুবিধা পায়। অনেক পণ্যের দাম অর্ধেকেরও বেশি কমে যায়। যেমন—৫০ দিরহামের এক কেজি খেজুরের দাম রমজানে কমে হয় ৩০ থেকে ৩৫ দিরহাম। পাঁচ কেজি চালের একটি প্যাকেট অন্য সময়ে বিক্রি হয় ২৫ দিরহাম, আর এখন ১৭ দেরহাম। প্রতি কেজি পেঁয়াজ অন্য সময়ে তিন দেরহাম এবং এখন বিক্রি হচ্ছে এক দেরহাম।

 

দৈনিক জাওয়া জানায়, রমজান উপলক্ষে বাহরাইনেও বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়া দেওয়া হয়েছে। এর মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান মাজিদ আল ফাতিম পরিচালিত ক্যারিফোর রমজানের অত্যাবশ্যকীয় ২০০-এর অধিক খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ওটস, পাস্তা, কফি ইত্যাদি। এ ছাড়া অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠান ও স্টোরগুলোতেও বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির চাপে থাকা অন্যতম আরব দেশ মিসর। রমজানের দরিদ্র মানুষের সুবিধা দিতে দেশটির সরকার চালু করেছে ‘আহলান রমাদান’ মার্কেট। যেখানে মাংস, আটা, ময়দা ইত্যাদি আবশ্যকীয় খাদ্যপণ্যে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর