Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

ন্যায্যমূল্য থেকে বঞ্চিত নরসিংদীর চাষীরা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে। সবজির সরবরাহ থাকলেও নেই পাইকারী ত্রেতা, ফলে উৎপাতি সবজি বাজারে নিয়ে বিপাকে চাষীরা। ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হয়ে নামমাত্র মুল্যে সবজি বিক্রি করছেন কৃষকরা। এখানকার সবজির হাটে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা ট্রাক নিয়ে আসতেন সবজি নিতে। তবে পরিবহন খরচ বৃদ্ধি হওয়ায় সবজির বাজারগুলোতে স্থানীয় পাইকার ছাড়া জেলার বাহিরের পাইকার কমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নরসিংদীর সবজির কদর দেশজুড়ে। জেলায় এ বছর সবজির আবাদ হয়েছে ৭ হাজার ৩৬ হেক্টর জমিতে। জেলায় সবচেয়ে বেশি সবজি চাষ হয় শিবপুর, বেলাব, রায়পুরা ও মনোহরদী উপজেলায়। উৎপাদিত সবজি বেলাব উপজেলার বারৈচা ও নারায়ণপুর, রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর ও মরজাল, শিবপুর উপজেলার শিবপুর, পালপাড়া, যোশর , সৃষ্টিগড় ও কোন্দারপাড়া পাইকারি সবজি হাটে বিক্রি করতে নিয়ে আসেন কৃষকরা।

পরে পাইকারি ক্রেতারা স্থানীয় বাজার থেকে সবজি কিনে রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ , চট্ট্রগ্রাম ও সিলেট জেলায় নিয়ে যায় ট্রাকে করে। এই জেলার সবজি সারাদেশে ৪০শতাংশ চাহিদা পূরণ করে আসছে। ভালো মানের সবজি রপ্তানীও দেশের বাহিরে। তবে গত কয়েকদিনে পরিস্থিতি পাল্টে গেছে। জালানী তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন খরচ লাগছে দ্বিগুণ। সঙ্গে যোগ হয়েছে পরিবহন সংকটও।

পাইকারী ক্রেতারা বলছেন, “পণ্য পরিবহনে অতিরিক্ত খরচের কারণে লোকসানের শংকা বাড়ছে। তাই সবজি কেনায় আগ্রহ কমছে। এ কারণে হাটগুলোতে বিক্রি কমেছে। সরেজমিনে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর সবজির হাটে দেখা যায়, উপজেলার আশেপাশের এলাকা থেকে সবজি চাষীরা ভ্যান ও রিক্সায় ঝুড়ি ভর্তি বিভিন্ন ধরনের সবজি নিয়ে হাটে আসছেন।

 

কৃষকরা পাইকারী হাটে প্রতি মণ বেগুন এক হাজার থেকে ১২শত টাকা, করলা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা, কাকরোল ৮শত থেকে এক হাজার টাকা, বরবটি এক হাজার থেকে ১২ টাকা, ঢেড়শ এক হাজার থেকে দেড় হাজার টাকা, ঝিঙ্গা এক হাজার টাকা, পেঁপে ৪শত থেকে ৫শত টাকা বিক্রি করছে। এছাড়া প্রতি পিছ লাউ আকার ভেদে ২০ থেকে ৩০ টাকা ও ঝালি কুমড়া ১৫ থেকে ২২০ টাকা বিক্রি করছে। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম না পেয়ে সবজি বিক্রি করায় বিপাকে কৃষকরা।

কৃষি বিপণন অধিদপ্তরের সূত্রে জানা যায়, নরসিংদী জেলায় উৎপাদিত সবজির খ্যাতি রয়েছে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। এখানকার উৎপাদিত সবজির প্রায় ৪০ ভাগই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানী হয় বিদেশেও। বর্তমানে জেলার ৯টি পাইকারী বাজারেই সরবরাহ আছে লাউ, পটল, পেপে, কাকরোল, বরবটি, ঢেরস, বেগুনসহ বিভিন্ন শাক-সবজি। তবে জালানী তেল বৃদ্ধির প্রভাবে পাইকারী ক্রেতার সংখ্যা কম থাকায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

এই বিভাগের আরো খবর