Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  


বাংলাদেশ ব্যাংকের অধীনে অনুষ্ঠিত দেশের রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে দীর্ঘদিন ধরে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় থেকে ফাঁস হয়েছে প্রশ্ন।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা 'যারা প্রশ্ন ফাঁস করেছেন এবং যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে' তাদের ১০ জনকে আটক করেছে । এদের মধ্যে দুজন এর আগে ফাঁস হওয়া প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে ব্যাংকের চাকরি পান। তখন থেকেই প্রশ্ন ফাঁস চক্রে জড়িত তারা। এ চক্রে জড়িত তেজগাঁওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন গোয়েন্দারা।

 

কোভিড-১৯ এর কারনে দীর্ঘদিন আটকে থাকা নিয়োগ পরীক্ষাগুলো গতি পেয়েছে করোনার প্রকোপ কমে আসায়। প্রতি সপ্তাহেই থাকছে গুরুত্বপূর্ন চাকরির পরীক্ষা। আর সোনার হরিণ এসব চাকরি পেতে হাঁড়ভাঙা পরিশ্রম করছেন লাখ লাখ শিক্ষার্থী। তবে এর মধ্যে কেউ আবার খুঁজছেন অন্য পথও। মেধার পরখে না যেয়ে বেছে নিয়েছে অনৈতিক পন্থা।

 

প্রশ্নফাঁসে জড়িত চক্রের হোতারা এসব পরীক্ষা লক্ষ্য করেই সক্রিয় হয়ে উঠে এবং তাদের যোগাযোগ মাধ্যম হয় সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত পরিচিতি । পুরো প্রক্রিয়া বিশ্বাসযোগ্য করে তুলতে তৈরি করা হয় প্রবেশপত্র। এবার অপেক্ষা পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার। হয় বড় অংকের টাকার লেনদেন।

 

ঘটনা ৬ নভেম্বর ২০২১ তারিখের। আবেদনের প্রায় এক বছর পর বিকেল ৩টায় সমন্বিত ৫ ব্যাংকের ১ হাজার ৫১১টি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু ঠিক সকাল ৮টা ৩মিনিটে উত্তরপত্র চলে আসে চক্রের সদস্যদের হাতে। যেটি মুহূর্তেই তাদের নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিপূর্বে সরাসরি প্রশ্ন ফাঁস হলেও এবার প্রশ্নের উত্তরও লিখে দেয়া হয়েছে।

 

এবারের প্রশ্নফাঁসের ঘটনা নিশ্চিত হয়ে ঘটনার বিবরণ তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানান গণমাধ্যম কর্মীরা। ইতিমধ্যে প্রশ্নফাঁসে জড়িত চক্রটির আটক ৬ সদস্যকে নাম জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকৃতরা হলেন রাইসুল ইসলাস স্বপন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মুস্তাফিজুর রহমান মিলন, জনতা ব্যাংকের অফিসার শামসুল হক শ্যামল এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুন অর রশীদ প্রতিটিদিরেচিত্র বিডিকে বলেন, রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি সত্য। প্রশ্নপত্র যারা প্রশ্নফাঁস করেছেন এবং যারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদের ১০ জনকে আটক করা হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেন্ডারের মাধ্যমে এ প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করেন। সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। প্রথম ব্যক্তি ১৫ লাখ টাকায় একটি প্রশ্নপত্র কিনেন। পর্যায়ক্রমে সবাইকে ধরা হবে।

 

এই বিভাগের আরো খবর