Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

খাগড়াছড়িতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

 

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাঈমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবীর, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

 

আলোচনায় বক্তারা বলেন, দেশ স্বাধীনতার ৫২ বছর পরেও বীর শহীদদের সন্তানদের দেশের মধ্যেই যুক্তি তুলে ধরতে হয়, একটি গণহত্যা হয়েছিল। একটি স্বীকৃতির জন্য ঘুরতে হয় বিশ্বের দারে দারে! শুধু তাই নয়, জনগণের দ্বারে দ্বারে যেতে হয়। এটা কখনোই কাম্য হতে পারে না। কারণ এ স্বীকৃতি এখন সময়ের দাবি।

 

বক্তারা আরো বলেন, শুধু ২৫ মার্চে নয়, ১৯৭১ সালে সারাদেশ জুড়ে পাকিস্তানের চালানো গণহত্যা বাঙালিকে গণহত্যার বিষয়ে সন্দিহান করা হয়েছে এটা খুবই লজ্জাজনক। তাই যারা এ ঘৃণ্য কাজ করেছে তারা স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। তাদের গোটা বিশ্বেই ঘৃণ্যভাবে পরিচিত রাখতে দিবসটির স্বীকৃতি প্রয়োজন।

 

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাজু সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রক্সিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।

 

সভা শেষে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলেন অতিথিরা।

এই বিভাগের আরো খবর