Berger Paint

ঢাকা, শুক্রবার   ০৯ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০ লাখ টাকা! জেলায় জেলায় বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত, রেশনিং পদ্ধতিতে লোডশেডিংয়ের পরামর্শ ভারতীয় পেঁয়াজ পৌঁছতেই দেশি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি দুই মাসে হিট স্ট্রোকে ২০ জনের মৃত্যু: দুর্যোগ ফোরাম এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

পাকিস্তানকে অল-আউট করে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

 

কিংসটনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে অল-আউট হয়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে চাপে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই রান তুলতেই দুই উইকেট খুইয়েছে ক্যারিবীয়রা।


টস হেরে আগে ব্যাট করতে নেমে ২১ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। এই ধাক্কা ক্রমে সামলালেও শেষটা ভালো হয়নি। ধারাবাহিক উইকেট পড়ায় দলটি অল আউট হয়ে যায় ২১৭ রানে।


 
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ফাওয়াদ আলম। ১১৭ বলের ইনিংসে ছয়টি চার মেরে হোল্ডারের বলে বোল্ড হন তিনি। টপ অর্ডারের ইমরান বাট (১১), আবিদ আলী (৯), আজহার আলী (১৭) জ্বলে উঠতে পারেননি।


অধিনায়ক বাবর আজম ৬৪ বলে করেন ৩০ রান। মিডল অর্ডারে ফাহিম আশরাফের ব্যাটে দুইশ অতিক্রম করে পাকিস্তান। ৬৬ বলে ৪৪ রান করে রান আউট হন ফাহিম। মোহাম্মদ রিজওয়ান করেন ২৩। হাসান আলীর ব্যাটে আসে ১৪ রান।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে আগুন ঝড়ান জেসন হোল্ডার-রোচরা। তিনটি করে উইকেট নেন হোল্ডার ও জেইডেন সিলস। দু’টি উইকেট পান কেমার রোচ।

 

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দলীয় স্কোরে ১ রান যোগ হতেই দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ বল খেলেও রান করতে পারেননি কাইরন পাওয়েল। মোহাম্মদ আব্বাসের বলে ইমরান বাটের হাতে ক্যাচ দেন তিনি। পরের বলেই আব্বাসের এলবিডব্লিউর শিকার এনক্রুমাহ বনার।

 

প্রথম দিন শেষে ক্যারিবীয়দের হয়ে ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট (১) ও রোস্টন চেজ (০)।

এই বিভাগের আরো খবর