Berger Paint

ঢাকা, বুধবার   ২৯ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি হিরো আলমের পোশাক কারখানায় ঈদের ছুটি ২১ এপ্রিল বিক্ষোভের জেরে পিছু হটলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি জেসমিনের মৃত্যুর কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন

রোয়াংছড়িতে হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের মতবিনিময় সভা

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান)

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

ছবি-প্রতিদিনের চিত্র

ছবি-প্রতিদিনের চিত্র

বান্দরবানের রোয়াংছড়িতে হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের (হেকাকপ) আয়োজনে রোয়াংছড়ি টাউন হলে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ২০২০) আয়োজিত অনুষ্ঠানের বান্দরবান জেলা কারবারি কল্যাণ ফোরামের সহ সভাপতি আথুইমং মারমা ও হেডম্যান উনিহ্লা মারমা এর সঞ্চালনায় ৩৩৯ নং বেক্ষ্যং মৌজা হেডম্যান ক্যশৈঅং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, হেডম্যান সাশৈপ্রু মারমা, হেডম্যান মংক্যনু মারমা, হেডম্যান মংনু মারমা, হেডম্যান মেচিং মারমা, হেডম্যান চসিংপ্রু মারমা, ম্রক্ষ্যং মৌজা হেডম্যান বাথোয়াইমং মারমা। এসময় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের সভাপতি ও বেতছড়া মৌজা হেডম্যান   হ্লাথোয়াইহ্রী মারমা।

এছাড়া আরো বক্তব্য রাখেন বেংছড়ি পাড়া কারবারি উথোয়াইপ্রু মারমা, সোয়াংলু পাড়া কারবারী সাপ্লাই বম ও ৩৪৯নং ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, হেডম্যান-কারবারীর পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা বক্তব্য রেখে অন্যান্য মৌজা হেডম্যানসহ দেড় শতাধিক কারবারীগণ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর