Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

হরিরামপুরে আগুনে পুড়লো বন বিভাগের গাছ

শামীম মোল্লা, হরিরামপুর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আগাছা পোড়াতে জমিতে দেওয়া আগুনে বন বিভাগের প্রকল্পের ৬০টি গাছ পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

 

সম্প্রতি হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের নারায়নকান্দি চরে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান।

 

শুক্রবার  তিনি বলেন, “হারুকান্দির চরাঞ্চলের তিন কিলোমিটার জুড়ে থাকা রোপনকৃত বনে তিন হাজারের বেশি গাছ রয়েছে। কিন্তু সম্প্রতি নারায়নকান্দি থেকে গরীবপুর গুচ্ছ গ্রাম সড়কের জারুল, কড়ই, মেহেগনি, বাবলা, কদমসহ ৬০ টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারমধ্যে কিছু গাছ পানি দিয়ে পরিচর্যা করা হচ্ছে।

 

স্থানীয় চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, “জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে জমিতে আগুন দেন দুর্বৃত্তরা। পরে বনের গাছগুলো পুড়েছে।”

 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “বন বিভাগ থেকে গাছ পুড়ানোর ঘটনা আমাকে জানিয়েছেন।  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আর বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করব।”

 

উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, উপজেলা বন বিভাগ থেকে আমাকে জানিয়েছেন। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর