Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

মির্জাপুরে ১১ শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ ৩১ জনকে পদক দিলেন রাইজ উদ্দিন

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  


টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার বিকেলে চলতি বছর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১১ শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং আরও ২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার হিসেবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মো.রাইজ উদ্দিন।বিদ্যালয়ের ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ স্বর্ণপদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.রাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা,গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.শাহজাহান সিরাজ সাজু, দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শাহজাহান সরকার,দেওহাটা ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান,গোড়াই ইউনিয়ন আ.লীগের (পশ্চিম) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

 

পদক দেয়ার পূর্বের ধারাবাহিকতার ন্যায় এবারও পরীক্ষায় ভালো ফলাফল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ সৃষ্টির লক্ষ্যেই এই স্বর্ণপদক প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

 

পরে আলোচনা শেষে মোট ৩১ শিক্ষার্থীকে পদক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে সকলেই শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
উপভোগ করেন।

 

আলহাজ্ব মো.রাইজ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যেই আমার এই চিন্তাধারা।ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর