Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, রোয়াংছড়িতে প্রশাসন হার্ডলাইনে

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

ছবি-প্রতিদিনের চিত্র

ছবি-প্রতিদিনের চিত্র

বান্দরবানের রোয়াংছড়িতে বাজারে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের হঠাৎ করে দাম বৃদ্ধি করায় বাজারে মূল্যে স্থিতি রাখতে প্রতিটি পাইকারী ও খুচারা দোকানে মনিটরিং করছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান।

সূত্রে জানা গেছে দেশের করোনা ভাইরাসেকে পুঁজি করে (২০ মার্চ ২০২০) পাইকারী ও খুচরা ব্যবসায়ী মিলন বড়ুয়া, মোা: লোকমান, সুখেন্দু বিকাশ কর্মকার, মো: আব্দুল জালিল মিলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে অস্বাভাবিক ভাবে দাম বৃদ্ধি করে।

ব্যবসায়ীদের অতি লাভের আশায় রোয়াংছড়ি বাজারে কমিটির সিদ্ধান্ত দেখিয়ে সাধারণ সম্পাদক বিজিত বড়ুয়া নামে চার্টে স্বাক্ষর করে নির্ধারিত মূল্য হিসেবে প্রতিটি দোকানে ঝুলিয়ে রাখেন।

এরপর চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, দুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতিরিক্ত দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করে কেনা-বেচা করেন। বিষয়টি উপজেলা প্রশাসনে নজরে আসলে শুক্রবার (২০ মার্চ ২০২০) সকাল ১১টা দিকে তাৎক্ষণিক ভাবে মাঠে নেমে দ্রব্যমূল্যে দাম বেশি বলে প্রাথমিক ভাবে প্রামাণিত হওয়ায় সকল ব্যবসায়ীদের দ্রব্যমূল্য ঠিক রাখতে সর্তক করে দেয় এবং আগামীতে এসব ব্যাপারে মোবাইল কোর্ট মাধ্যমে পরিচালনা করা হবে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান।


 

 

এই বিভাগের আরো খবর