Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

স্বাধীনতা দিবসে খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

স্বাধীনতা ও জাতীয় দিবসে খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। রোববার জেলা অফিসার্স ক্লাব অডিটরিয়ামে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্ব এবং দেশের উন্নয়ন" শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। অনুষ্ঠানে ৬৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে উপহার ও ইফতার প্রদান করা হয়।

 

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

 

আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বক্তব্য রাখেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব হচ্ছে ঐতিহাসিক নেতৃত্ব। তারই সুযোগ্য নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু চেয়েছিল সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধু সেটা করে যেতে পারেনি। কিন্তু তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা করেছেন। বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্যও অনেক কিছু করেছেন এবং করে যাচ্ছেন। তাই সত্যিকারে সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

সভায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারীকমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মো. মনজুরুল আলম এর সঞ্চালনায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আব্দুস সালাম।

 

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রইস উদ্দিন তাঁর বক্তৃতায় বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে। অন্তত: মৃত্যুর আগ মূহুর্তে আমাদের জন্য কিছু করেছে। কিন্তু যেটার জন্য আমরা দেশ স্বাধীন করেছি, তা কি ঠিক আছে? এমনই প্রশ্ন করেন বীর মুক্তিযোদ্ধার পক্ষে মোঃ রইস উদ্দিন।

এই বিভাগের আরো খবর