Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

রাজশাহীতে চারটি শুটারগানসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নাজিম হাসান, রাজশাহী

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  


রাজশাহীতে অভিনব কায়দায় অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান, এক বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২০ মার্চ) রাতে রাজশাহী নগরীর বেলপুকুর থানার বেলপুকুর রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

আটক দুই অস্ত্র বিক্রেতা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রেজাউল করিম (৩৮) ও শেরপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবু রায়হান ওরফে তোতা (৩০)। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের একটি আভিযানিক দল জানতে পারে, অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন স্থানে কৌশলে নিয়ে বিক্রি করে। এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। এক পর্যায়ে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি অস্ত্র বিক্রি করতে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার দিকে যাচ্ছে। বিক্রি করতে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা র‌্যাব-৫ এর ওই আভিযানিক দল সোমবার (২০ মার্চ) রাতে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের কাছে অবৈধ অস্ত্র (ওয়ান শুটারগান) রয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। এরপর তাদেরকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মঙ্গলবার সকালে রাজশাহীর বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

এই বিভাগের আরো খবর