Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

কালীগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

মোসলেম উদ্দিন রনি, কালীগঞ্জ (লালমনিরহাট)

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

 

৮৮২ সালের এই দিনে ডা. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। যার ফলে উন্মোচিত হয় যক্ষ্মার রোগনির্ণয় ও নিরাময়ের পথ। এখনো যক্ষ্মা বিশ্বের অন্যতম ১০টি মৃত্যুজনিত কারণের মধ্যে একটি। তাই যক্ষ্মার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

(২৩ মার্চ) বৃহস্পতিবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন রাস্তায় পায়ে হেটে বিভিন্ন স্লোগান এর মাধ্যমে যক্ষা দিবস পালন করে দায়িত্বরত অফিসার ও কর্মকর্তা বৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ দেবব্রত কুমার রায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই সময় তিনি বলেন, যক্ষ্মা রোগে এখনো প্রচুর মানুষ মারা যায়। বাংলাদেশের জন্য এটি একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। অনেকের কাছে যক্ষ্মা টিবি হিসেবেও পরিচিত। যক্ষ্মা হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। এই রোগটি বেশির ভাগ ফুসফুসকে প্রভাবিত করে। টিবি সংক্রামক এবং রোগীর কাশি বা হাঁচির সময় মুখ ও নাক থেকে নির্গত বায়ুর মাধ্যমে অন্য লোকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাঃ সমিরন কুমার বর্মা  আবাসিক মেডিকেল অফিসার। সহ আর ডি আর এস বাংলাদেশ কালীগঞ্জ এর টিবি সুপারভাইজার,   টি এল সি এ,  ল্যাব এর বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চাকুরীরত অফিসার বৃন্দ।

 

এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের যে ৩০টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সর্বাধিক, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৯৩ সালে পৃথিবীতে যক্ষ্মা রোগের প্রাদুর্ভাব বেড়ে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মাকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেন। তখন থেকে বাংলাদেশ সরকার বেশ কয়েকটি বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে যক্ষ্মার প্রকোপ নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন। তারই পেক্ষিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যক্ষা রোগীদের সঠিক সময়ে সঠিক ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

বক্তারা আরও বলেন,  এটি ফুসফুসের টিবিই সংক্রামক। তবে যক্ষ্মা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে, এক্ষেত্রে এটি সংক্রামক নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা রোগনির্ণয় সম্ভব। তাই যক্ষ্মা রোগে আতঙ্কিত না হয়ে, ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খেলেই এর নিরাময় সম্ভব। কালীগঞ্জ বাসিকে এই আহ্বান করেন দায়িত্বরত অফিসার বৃন্দ ।

এই বিভাগের আরো খবর