Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

প্রাকৃতিক নৈসর্গে ঘেরা রাঙ্গামাটি এখন প্রস্তুত পর্যটক বরণে। নতুন সাজে সাজানো হয়েছে, শহরের অর্ধশতাধিক হোটেল-মোটেল। এরইমধ্যে বুকিং হয়ে গেছে, ৬০ শতাংশ রুম। পর্যটকদের চাহিদা মেটাতে বাড়তি প্রস্তুতি আছে ব্যবসায়ীদেরও।

সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু কিংবা কাপ্তাই লেক। এছাড়াও পলওয়ে পার্ক, আরণ্যক এবং সুবলং ঝর্ণা। হ্রদ পাহাড়ের শহর রাঙ্গামাটির সবকটি বিনোদন কেন্দ্র যেন প্রস্তুত পর্যটকদের বরণ করার জন্য।

প্রতিবছরের মতো এবারো শীতের মৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে পার্বত্য রাঙ্গামাটি। সে লক্ষে শহরের অর্ধশতাধিক হোটেল মোটেল সেরে নিয়েছে তাদের শেষ মুহুর্তের প্রস্তুতি। এরমধ্যেই আসতে শুরু করেছেন পর্যটকরা।

শুধু হোটেল মোটেল নয় ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে প্রস্তুত এখানকার ব্যবসায়ী এবং বোট মালিকরাও।

পর্যটন বোট ঘাটের ইজারাদার রমজান আলী বলেন, পর্যটকদের জন্য যথেষ্ঠ বোট প্রস্তুত রয়েছে।

এ শীতের মৌসুমে পর্যাপ্ত পর্যটকের সমাগম ঘটবে বলে আশা পর্যটন কর্পোরেশনের। যদিও ইতোমধ্যে হোটেল-মোটেলগুলোর ৬০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় প্রস্তত পুলিশ প্রশাসনও।

রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, এবারের মৌসুমে যথেষ্ঠ পরিমান পর্যটক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাকসুদ আহাম্মদ জানান, প্রতিটি ট্যুরিস্ট স্পটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন যাতে করে পর্যটকদের ঘোরাফেরায় কোন ধরণের বিঘ্নতার সৃষ্টি না হয়।

প্রতি বছর শীতের মৌসুমে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যটন স্পটে সমাগম ঘটে পাঁচ লাখেরও বেশি পর্যটকের।

এই বিভাগের আরো খবর