Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

মুমতাহিনা মুসা ফামি থেকে ডিজে ফামি

লিটু হাসান

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

ছবি- ডিজে ফামি

ছবি- ডিজে ফামি

ডিজে ফামি, ডিজে হিসেবেই তাকে মিডিয়ায় জগতে চেনে। তিনি মূলত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠান ট্রান্স হাউজের ছাত্রী। কয়েক বন্ধু মিলে এই হাউজটি ২০১২ সালে তারা গড়ে তোলেন। এখন সেটি একটি ব্যবসা প্রতিষ্ঠান।

ডিজে হিসেবে তিনি প্রথম অনুষ্ঠান করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের র‌্যাগ ডেতে। এখন তিনি নিয়মিত কাজ করেন ডিজে হিসেবে এবং এ পর্যন্ত কতগুলো শো করেছেন তার অসংখ্য। এছাড়া অসংখ্য ফটো শ্যুট করেছেন বিভিন্ন ফ্যাশন হাউজে । ফামির বেশির ভাগ কাজই আন্তর্জাতিক অঙ্গনে দেখানো হয়। ফামির আসল নাম মুমতাহিনা মুসা ফামি। তার বাবা মোহাম্মদ মুসা একজন ব্যবসায়ী। মা গৃহিনী। ঢাকার বাসিন্দা ফামি তাকে নিয়েই আমাদের আজকের আয়োজন লিখেছেন লিটু হাসান ...

★ শুরুর যাত্রাটা শুনতে চাই

ডিজে ফামিঃ আমি হতে চেয়েছিলাম আরজে, হয়ে গেলাম ডিজে। আসলে ২০১২ সালের দিকে সবে মাত্র ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি, ভাবছিলাম নিজের পায়ে দাঁড়াবো বন্ধুদের অনুপ্রেরনায় আরজে ক্লাসে ভর্তি হলাম । যাত্রাটা সেখান থেকে শুরু আজ অব্দি আছে।

★ ডিজেতে আসার জন্য পরিবারের সাপোর্ট কেমন ছিলো?

ডিজে ফামিঃ আমি পুরাণ ঢাকার মেয়ে আমার পরিবেশটা একটু অন্যরকম ছিলো, যেমন পুরাণ ঢাকার মেয়েদের ছাঁদে উঠলেও বাবা মায়ের অনুমতি নিতে হয়। আমার ভাগ্য ভালো আমার বাবা মা আমাকে প্রচুর স্বাধীনতা দিয়েছে। আমি যে স্বাধীনতা পেয়েছি তা আমি পুরোটাই কাজে লাগিয়েছি।  

★ নিজেকে কি  ভাবতে ভালো লাগে ?

ডিজে ফামিঃ আমাকে ডিজে ভাবতেই ভালো লাগে।

★ প্রথম কোন ভালো কাজের গল্প শুনতে চাই ?

ডিজে ফামিঃ ডিজে হিসেবে আমি যে প্রথম অনুষ্ঠান করি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের র‌্যাগ ডেতে। এই শো দিয়েই আমাকে চিনে ডিস্ক জকি হিসাবে । এই গল্পটা আমার অনুপ্রেরণার ।

★ প্রেম অথবা বিয়ে ?

ডিজে ফামিঃ আমি প্রেম ও করছি , বিয়েও করেছি।

★ বাংলাদেশে প্রিয় ডিজে কে ?

ডিজে ফামিঃ আমি বাংলাদেশে পছন্দ করি ডিজে  হিমুকে।

★ ডিজের বাহিরে কি করতে ভালো লাগে ?

ডিজে ফামিঃ মডেলিং করতে ভালো লাগে আমার ।

★ ডিজে মানে  উশৃঙ্খল জীবন যাপন এই ব্যাপারে  আপনার কি মতামত

ডিজে ফামিঃ গান বাজনা, নাচ-গান, ডিস্কো কিংবা ডিজে, পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া মোটরসাইকেল চালনা, আনন্দ শোভা যাত্রা, তরুণ-তরুণীদের রাতভর উল্লাস, মদ-বিয়ারসহ নানা মাদকদ্রব্য সেবনে প্রলুব্ধ করতে ওপেন এয়ার কনসার্ট, লাইভ ড্যান্স সব কিন্তু উশৃঙ্খল জীবন যাপন না। আপনি নিজে কিভাবে নিবেন সেটাই দেখার বিষয়।

★ বর্তমান কাজ কিয়ে নিয়ে ব্যস্ত?

ডিজে ফামিঃ আমি এখন ইউএসএ, আপতত নিজেকে নিয়েই ব্যস্ত আছি।

★ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?

ডিজে ফামিঃ ‘নতুন বছরে আরও বেশি প্রফেশনাল হবো। অন্যান্য বছর যেমন মানুষ বললেই অনুরোধের কাজ করে দিতাম, এ বছর থেকে সে ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক থাকব, আরও বেশি পেশাদারী আচরণ করব। এটা আমার নিজের কাছে আমার প্রতিজ্ঞা’।

ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আপনার সাথে ।প্রতিদিন চিত্রের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

 

 

 

এই বিভাগের আরো খবর