Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণ

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র।

ছবি- প্রতিদিনের চিত্র।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত ৯ম অন্তবর্তীকালীন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের এক বছর পর খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু- কে চেয়ারম্যান এবং ১৪জন নেতাকে পরিষদের সদস্য পদে মনোন্নয়ন দিয়েছে সরকার।

 

সোমবার (১৪ডিসেম্বর ২০২০) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কর্ফোস এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান (যুগ্মসচিব),পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,  পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, পরিষদের পুরাতন ও নতুন সদস্যবৃন্দ, পরিষদের ন্যস্ত বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

উল্লেখ্য সরকার, গত ১০ডিসেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদ পুর্নগঠন করার সরকারি ঘোষণা জারি করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মংসুইপ্রু চৌধুরী অপু। পুনর্গঠিত নতুন পরিষদে সদস্য হিসেবে পুনরায় স্থান পান নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, আশুতোষ চাকমা, মো.আব্দুল জব্বার, রেম্রাচাই চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল এবং শতরূপা চাকমা। নতুন সদস্য হিসেবে স্থান পান শুভ মংগল চাকমা, নিলোৎপল খীসা, মাইন উদ্দিন, হিরণজয় ত্রিপুরা, মেমং মারমা এবং শাহিনা আক্তার।

এই বিভাগের আরো খবর