Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘোড়াঘাটে ৫০ বাড়িতে আগুন, অজ্ঞাত ১২০০জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিনের চিত্র বিডি ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

 
দিনাজপুরের ঘোড়াঘাটে অর্ধশত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করে। এদিকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ।

 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ৩ শতাধিক কম্বল বিতরণ করেছে পুলিশ। এতে উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

 

এছাড়া এলাকায় শান্তি বজায় রাখতে এবং উভয়পক্ষের মধ্যে সম্প্রতি ধরে রাখতে ৪নং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুকে প্রধান করে ২৫ সদস্য বিশিষ্ট সম্প্রীতি কমিটি গঠন করেছে পুলিশ।

 

এরআগে বুধবার সকালে উপজেলার ৪নং ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিম ও রাকিব নামে দুই যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার একদিন পর নিজ গ্রামে নিহতদের দাফন শেষে প্রায় অর্ধশতাধিক বাড়িতে আগুন জালিয়ে দেয় গ্রামবাসী। চালানো হয় ভাঙচুর ও লুটপাট। হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে নিহত মিমের বাবা। ঘটনায় দিনই পুলিশ ওমর আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং তার ছেলে শামিরুল ইসলামকে গ্রেফতার করে। আজাহার আলী নামে আরও এক আসামিকে গ্রেফতার করে র‌্যাব। অপর আসামিকে গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। একদিকে গ্রামে দুটি সন্তান হারানোর শোক। অপরদিকে মামলার আতঙ্ক। গ্রামের লোকজন বলছে, ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন না। পাশের বিভিন্ন গ্রামের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

 

গ্রামটির স্থানীয় বাসিন্দা ফিজু মিয়া বলেন, ‘আমাদের গ্রামে মারা যাওয়া দুজন যুবকের জানাজার নামাজে আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছিলো। নামাজ শেষে তারাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আমাদের গ্রামের কেও জড়িত ছিল না।’

 

চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু বলেন, ‘সম্প্রীতি কমিটিতে আমাকে প্রধান করা হয়েছে। আমরা উভয়পক্ষকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি শান্তি বজায় রাখতে চেষ্টা করছি। আশা করছি সব কিছু আবার আগের মতই স্বাভাবিক হবে।’

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘এলাকায় শান্তি বজায় আছে। আমরা এসপি স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।’

এই বিভাগের আরো খবর