Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে ভারতীয় রডবোঝাই জাহাজ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

নৌপ্রটোকল চুক্তি অনুযায়ী প্রায় এক হাজার টন ভারতীয় রডবোঝাই জাহাজ নোঙর করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে। শনিবার (২২ জানুয়ারি) রাতে এমভি বলকার-১ নামীয় জাহাজটি ৯৫৮ মেট্রিক টন ভারতীয় রডবোঝাই জাহাজটি আশুগঞ্জ বন্দরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটিতে টাটা স্টিল এর রড রয়েছে। টাটা স্টিলের এই রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে। গত ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে এমবি বলকার-১ নামীয় জাহাজে রড বোঝাই করা হয়। শনিবার রাতে জাহাজটি আশুগঞ্জ নৌ বন্দরে নোঙর করে। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিকটনে পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিকটন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্দিং চার্জ পাবে ৩১৫ টাকা। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, 'আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'আদনান এন্টারপ্রাইজ'র মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতে পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে।'


আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার -১ আশুগঞ্জ নদী বন্দরে আসে। আগামী দু'একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে এই রড আগরতলা যাবে।'

এই বিভাগের আরো খবর