Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

বিলুপ্ত প্রায় গরুর হাল, কৃষককে টানতে হচ্ছে মই

উপজেলা প্রতিনিধি। প্রতিদিনের চিত্র

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১  

গরুর হাল না থাকায় মই টানছেন কৃষক। ছবি: প্রতিদিনের চিত্র

গরুর হাল না থাকায় মই টানছেন কৃষক। ছবি: প্রতিদিনের চিত্র

 

 

আধুনিক বিজ্ঞানের যুগে কৃষিতে জমি চাষ, চারা রোপণ , ধান কাঁটামাড়াই, আগাছা পরিষ্কারসহ নানাবিধ যন্ত্রের ব্যবহার চালু হলেও গরুর হালের প্রয়োজন বাদ পড়েনি। চাষ করা জমি সমান করা, অল্প পরিমাণের জমি চাষাবাদ, বীজতলা প্রস্তুত করতে গরুর হাল ছাড়া সম্ভব হচ্ছে না। অথচ সেই গরুর হাল আজ বিলুপ্ত প্রায়।

 

তাই এখন স্বল্প জমিতে চাষাবাদের জন্য কৃষক নিজে কিংবা দিনমজুর দিয়ে মই টানতে দেখা যায়। বিষয়টি সনাতন পদ্ধতির গরুর হালকে মনে করে দেয়।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাতে গোনা কয়েক জন কৃষকের গরুর হাল রয়েছে। যা দিয়ে এলাকার চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। যার জন্য মৌসুম আসলেই চোখে পড়ে কৃষক গরুর ভূমিকায় গিয়ে মই টানছেন প্রতিনিয়ত।

 

দক্ষিণ ধুমাইটারী গ্রামের কৃষক বাবু মিয়া জানান, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করলেও, কাঁদা সমান করার জন্য গরুর হাল দিয়ে মই দিতে হয়। তাছাড়া অল্প পরিমাণের জমি চাষ করতে গরুর হাল প্রয়োজন হয়। বর্তমানে গরুর হাল নেই বললে চলে। যা আছে তা বেশি ভাড়া দিয়ে আনতে হয়।

 

ঝিনিয়া গ্রামর গরুর হালের মালিক আব্দুল মালেক জানান, গরুর হালের উপকরণ গরু, লাঙল, মই, জোয়াল। এগুলোসহ আমি গরুর হাল ভাড়া দেই। প্রতিদিনের হালের ভাড়া ৫০০ হতে ৬০০ টাকা নিয়ে থাকি। গরুর খাবারের ভুষি, খৈয়ল, গুরার দাম অনেক বেশি। তাছাড়া গরু লালন পালনে অনেক কষ্ট তাই কম ভাড়ায় হাল দেওয়া সম্ভব হয় না।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা এ.কে.এম ফরিদুল হক জানান, গরুর হাল চাষাবাদের একটি প্রধান উপকরণ। বর্তমানে যন্ত্রের সাহায্যে চাষাবাদ কররেও গরুর হালের প্রয়োজন রয়েছে।

 

প্রতিদিনের চিত্র/বেল্লাল/এমএইচকে
 

এই বিভাগের আরো খবর