Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

টিউশনির টাকা জমিয়ে সফল উদ্যোক্তা রুবেল

মো ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১  

ছবি- প্রতিদিনের চিত্র।

ছবি- প্রতিদিনের চিত্র।

 

‘নিজের কিছু একটা করতে হবে’- বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিয়মিত পড়া-লেখার পাশাপাশি ভাবনায় সবসময় এই স্বপ্ন লালন করে ‍ঘুরতেন রুবেল। উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা ছিল তাঁর। নিজের লাভের চেয়েও মানুষের উপকারে আসাটাকেই প্রাধান্য দিতেন তিনি। কিন্তু, কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর সময়টা সহজ ছিল না।

 

একজন উদ্যোক্তার প্রথম এবং প্রধান কাজ হলো স্বপ্ন দেখা। একজন ব্যবসায়ী ও একজন উদ্যোক্তার মধ্যে এটাই পার্থক্য। স্বপ্নবাজ নিলয় মাহমুদ রুবেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ এর  লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী। এই শিক্ষার্থী তাঁর মনে লালিত স্বপ্ন পূরন করতে টিউশনি'র জমানো টাকায় বন্ধুরা মিলে নির্ভেজাল খাদ্য নাগরিকদের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৮ সালে ৫৫ হাজার টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠা করে নবান্ন নামে একটি প্রতিষ্ঠান। যা আজ সকল মানুষের কাছে পরিচিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বর্তমানে মূলধন প্রায় ১৭ লাখ টাকা।আর বর্তমানে মাসিক ট্রানজেকশন সাড়ে ৫ লাখ টাকা।

 

বর্তমানে রুবেলের নবান্নের  নির্ভেজাল খাদ্য তালিকায় রয়েছে  দুধ, ঘি, মধু, ব্রাউন সুগার, ব্রাউন আটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চালের গুড়া, পোলাও চাল, কালোজিরা, কালো জিরার তেল, ঘানি ভাঙা সরিষার তেল, মাশরুম, মেথি গুড়া, শুটকি, চ্যাপাসহ আরো কিছু খাঁটি পণ্য।

 

তরুণ উদ্যােক্তা নিলয় মাহমুদ রুবেল বলেন, শুরু করেছিলাম ছয় বন্ধু মিলে (রুবেল, মাহফুজ, সাকিব, জুবায়ের, সিফাত, রাজন)। সব মিলিয়ে শুরুর মূলধন ছিলো ৫৫ হাজারের মত। নির্ভেজাল খাদ্য নাগরিকদের দুয়ারে পৌঁছে দেয়া আমাদের প্রধান শর্তছিলো এখনও সেই বিশ্বস্তা রাখতে পারছি। আমাদের মূলধন সঞ্চয়টা ছিলো টিউশনির টাকা। আমরা শতভাগ নির্ভেজাল পণ্য সরবরাহ করার চেষ্টা করি। কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ শহরে ফ্রী হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি আমরা। ২০১৮ থেকে ২০২১ এই দীর্ঘ সময়ে আমি আজ সফল, এক জন তরুণ উদ্যোক্তা আমার মাসিক আয় দিয়ে আমার পরিবার নিয়ে সাচ্ছন্দ্যে চলতে পারছি এতেই আলহামদুলিল্লাহ।

 

নবান্নের ক্রেতা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাঃ সৈয়দ মামুন রেজা বলেন,সুস্থভাবে বাঁচার জন্য স্বাস্থ্যকর খাবার খুব গুরুত্বপূর্ণ। নবান্নর পণ্য দীর্ঘদিন ধরে নিয়ে দেখেছি। নিশ্চিন্তে ভরসা করা যায়। তাছাড়া নবান্নর পণ্য প্রয়োজনের সময় খুব দ্রুত ঘরে বসেই পেয়ে যাই।

 

নবান্নের আরেক ক্রেতা শাহিনুর শিমুল বলেন,  নবান্নের ব্যতিক্রম ধর্মী উদ্যােগ মন জয় করে নিয়েছে। আমি নিয়মিত নবান্ন থেকে পণ্য নিই। চোখ বুঝে নেয়ার মতো প্রতিষ্ঠান নবান্ন। ফ্রী হোম ডেলিভারি সেবাটা খুবই আকর্ষণীয়।

 

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে জাককানইবি উপাচার্য প্রফেসর ড এ এইচ এম মোস্তাফিজুর রহমান সব সময় বলেন,সেই উদ্যোক্তা ছেলে মেয়েদের জন্য অভিনন্দন ভালোবাসা সব সময়। তাদের প্রতি শ্রদ্ধা এটা খুবই উৎসাহজনক।

 

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে জাককানইবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো হুমায়ুন কবির বলেন, আমি খুবই ইতিবাচকভাবে প্রশংসার চোখে দেখি। কারণ একজন শিক্ষার্থী তার জীবনের প্রতিটি ধাপে অভিজ্ঞতা অর্জন করে করে অবশেষে প্রতিষ্ঠা লাভ করবে।

এই বিভাগের আরো খবর