Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে মানববন্ধন, ছবি- প্রতিদিনের চিত্র।

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে মানববন্ধন, ছবি- প্রতিদিনের চিত্র।

 

রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করণের দাবিতে নওগাঁয় গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, অপরাজিতা প্রকল্প ফেইজ-৩ এর উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার, সদস্য মরিয়ম বেগমসহ অন্যান্যেরা।

 

এসময় মানববন্ধনে রাজনৈতিক সকল দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত, সকল পর্যায়ের কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ন সম্পাদক ও সংগঠনিক সম্পাদক পদে নারীদের সম্পৃক্ত করাসহ যেকোন একটি গুরুত্বপূর্ন পদে নারীদের অন্তর্ভুক্তিকরণ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা, স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর কার্যকর অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

 

এছাড়াও মানববন্ধনে অংশগ্রহনকারী নারীরা বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-তে অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নাররীর প্রতিনিধিত্ব ২০২৫ সালের মধ্যে নিশ্চিত করার দাবি জানান।

 

আরও পড়ুন

বাল্যবিয়ে বন্ধ : স্থাপিত হলো অনুকরণীয় দৃষ্টান্ত

 

পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করেন।#

 

 

এই বিভাগের আরো খবর