Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

বিল্ডিং-এর বিলিং সমাধান এক অ্যাপেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

বিল্ডিং-এর বিলিং সমাধান এক অ্যাপেই

বিল্ডিং-এর বিলিং সমাধান এক অ্যাপেই

সিদ্ধেশ্বরীর অন্তরা অনন্যা পরমা ফ্ল্যাট মালিক সমবায় সমিতির সভাপতি তাঁর ৩টি ভবনে ১৭৭টি ফ্ল্যাটের হিসাব নিকাশ এবং রক্ষণাবেক্ষণ করতে গলদঘর্ম অবস্থা। ওনার ম্যানেজার অপুসাহেব বিল্ডিং বাসিন্দাদের সার্ভিস চার্জ সংগ্রহ বা বকেয়া আদায়ে দরজায় কড়া নাড়া, বাড়ির কোন কিছু নষ্ট হলে মেরামত করা, গার্ড এবং অনন্যা কর্মীদের বেতন হিসাবে রাখা- সবমিলে দায়িত্ব যেন বোঝা হয়ে উঠছিল। কিন্তু মহাযন্ত্রণার সমাধান এখন হাতের মুঠোয়। কৃতিত্ব একটি অ্যাপের।

ফ্ল্যাট মালিক বা বাড়িওয়ালাদের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুনীর মাহমুদ ডেভেলপ করেছেন “ভবন” নামের দুর্দান্ত এক অ্যাপ।

প্রতিমাসে এপার্টমেন্ট/শপিংমল/কমার্শিয়াল ভবনের প্রতি মাসের আয় ও ব্যয়ের হিসাব এবং বাড়িওয়ালাদের প্রতি মাসের বাড়ি ভাড়া ও আনুসাঙ্গিক বিলের হিসাব প্রস্তত করতে তৈরি হয়েছে ভবন অ্যাপ।

ভবন একটি ক্লাউড বেইজ অ্যাপ। যে কোন জায়গা থেকে মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং ডেস্কটপ কম্পিউটার থেকে ব্যবহার করা যায়।

ফ্ল্যাটের মাসিক ভাড়া, কার পার্কিং চার্জ এবং সার্ভিস চার্জ এই অ্যাপটিতে ইনপুট করলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সেটা চলে যায় বিল্ডিং বাসিন্দার ফোনে। এছাড়াও বিলটি প্রিন্ট করেও নিতে পারেন। ভাড়া প্রদানের পর আবার আরেকটি এসএমএস পাঠিয়ে নিশ্চিত করা হয় বাসিন্দাকে। নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে ভবনর সব তথ্য এবং জাতীয় পরিচয়পত্র সংরক্ষণেরও ব্যবস্থা আছে।

মাসশেষে কনভেন্স বিল, স্টাফদের বেতন, বোনাস, রক্ষণাবেক্ষণ খরচ হিসাব করে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই লাভ কিংবা ক্ষতির জানান দেয়। একাউন্টিং বিষয়ে জানাশোনা না থাকলেও চিন্তার কারণ নেই কারণ ব্যালেন্স সিট এই অ্যাপটিই তৈরি করে দিচ্ছে। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য সচরাচর যাদের দরকার(যেমনঃ ইকেলট্রিশিয়ান, প্লামবার) তাদের বিস্তারিত ও সংরক্ষিত থাকে এখানে। সবমিলে বাড়ির অয়ান-স্টপমেইন্টেনেন্স সার্ভিস প্লাটফর্মে পরিনত হচ্ছে এই অ্যাপটি।

অন্তরা ফ্ল্যাট মালিক সমবায় সমিতির ম্যানেজারকে আগে সব সময় কয়েকটি লেজার খাতা নিয়ে ছুটতে হতো। আর সভা কক্ষে জমেছিল পুরনো লেজার বইয়ের স্তুপ। সবকিছু চলে এসেছে এখন হাতের মুঠোয়।

উত্তরার আমেনা বেগমও জানালেন ৩০টি দোকানের হিসাব নিকাশ রাখতে খুব সমস্যা হতো তার আর ভুলও হত। অনেক সময় নষ্ট হত। কিন্তু বিশাল এক ঝামেলা থেকে মুক্তি দিয়েছে এই অ্যাপটি।

প্রতিষ্ঠাতা মুনীর মাহমুদের গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক। ৩৮বছর বয়সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির আইটি বিভাগ থেকে স্বেচ্ছায় অবসরে গিয়ে দাড় করেছেন নিজের প্লাটফর্ম। প্রতিটি পদক্ষেপে বাঁধাবিপত্তি পেরিয়ে ভবনকে নিয়ে এসেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে তার একমাত্র ধ্যানজ্ঞান এই ভবন। তার সহযোদ্ধা হিসাবে আছেন আতাউর রহমান সোহাগ। যারা একসাথে একই বিশ্বাবিদ্যালয়ে পড়াশুনা করেছেন। দুই বন্ধু নিরলসভাবে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন ভবনকে একটি অন-স্টপ সার্ভিস প্লাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত করানোর জন্য। যেখান থেকে একটি বিল্ডিঙের সমস্ত মেইন্টেনেন্স সার্ভিস প্রদান করা সম্ভব হবে।

“ব্যাবহারকারীদের সন্তুষ্টিই আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়” জানালেন মুনীর মাহমুদ। নতুন ফিচার যুক্তকরার পাশাপাশি নির্মাতারা পৃষ্ঠপোষকতা পাবার ব্যাপারে আশাবাদী।

প্রযুক্তির ছোঁয়া পড়েছে সব ক্ষেত্রেই। বাড়ির রক্ষণাবেক্ষণ কেনই বাদ থাকবে তাহলে?

www.vobon.xyz এ পাওয়া যাচ্ছে ভবনের সমস্ত বিলিং এবং অ্যাকাউন্টিং এর এই অসাধারণ সার্ভিসটি। ৩০দিন ফ্রি ব্যবহার করতে পারবেন www.vobon.xyz ওয়েবসাইটে গিয়ে সাইনআপ করে।

 

এই বিভাগের আরো খবর