Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রামগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি)

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

"ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা মানুষ মানুষের জন্য" এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় শীতার্ত ও অসহায় দুঃস্থদের মাঝে ১২শ শীতবস্ত্র, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দুটি জেনারেটর এবং সাত লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

 

বৃহ:বার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামগড় সরকারী কলেজ প্রাঙ্গনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র ও অনুদান বিতরণ করেন,খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

পরে উপজেলার মসজিদ, মন্দির, ও বৌদ্ধ বিহারে ৭ লাখ টাকাসহ দুইটি জেনারেটর অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিকালে রাসক মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে উক্ত শীতবস্ত্র ও অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে আওয়ামীলীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল ও মতাদর্শের মানুষ ছাড়াও পাহাাড়ী- বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে এক সাথে বসবাস করছে। যা অন্য কোন সরকারের সময় সম্ভব হয়নি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসক অধ্যক্ষ আব্দুল লতিফ,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি জেলা পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মিজানুর রহমান, পৌর মেয়র মো. রফিকুল আলম, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আ'লীগ সভাপতি মোস্তফা হোসেন, জনপ্রতিনিধি, জেলা -উপজেলার নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর