Berger Paint

ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

যানজটে জনজীবন যন্ত্রণাময়

মো: আসাদুজ্জামান

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

মো: আসাদুজ্জামান।

মো: আসাদুজ্জামান।

 
বি হাসে, টাকা ভাসে গঙ্গাবুড়ির শহরে// আসমান তুই কাদিস কেন অট্টালিকার পাহাড়ে// এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে..............গানের এই কথাগুলোর প্রাণের ঢাকা এখন যানজটে যন্ত্রণার ঢাকায় রুপ নিয়েছে। বুড়িগঙ্গার এই শহর আজ যানজটে বড্ড বেশি ক্লান্ত !!! কিছুতেই যেন ছুটছে না এই ভয়াবহ জট।

 

জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই প্রতিনিয়ত। যানজট সমস্যা রাজধানী বাসীর এখন প্রধান সমস্যায় রুপ নিয়েছে। যানজটে জনজীবন এখন যেন যন্ত্রণাময়।

 

রমজানের প্রথম দিন থেকেই যানজট যেন নিয়ন্ত্রণের বাইরে। গাড়ির চাকা যেন ঘুরেই না। মানুষের ক্লান্ত শরীর থেকেও গাড়িগুলো যেন আরও বেশী ক্লান্ত!!!  ঢাকার দুর্বিষহ যানজট সমস্যা প্রতিদিন তীব্রতর হচ্ছে। বিশেষ করে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণি বিতান প্রভৃতি জায়গায় যাতায়াত যেন এক দুঃস্বপ্নের যন্ত্রণার নাম। স্বল্প পথের দূরত্বে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। ফলে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে অন্যদিকে যানজটের কারণে আমাদের স্বাস্থ্যের নানাবিধ ক্ষতি হচ্ছে।

 

যানজটের কারণে ঢাকায় প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে আনুমানিক ৩ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা স্থানীয় মুদ্রায় ২৫ হাজার ৪২ হাজার কোটি টাকা। সীমিত সড়ক ও যানবাহনের আধিক্যে মাত্রাতিরিক্ত যানজট বাড়ছে দিনকে দিন। যার ফলে চলাচলে গতি হ্রাস পেয়েছে। যানবাহনের গতি আর মানুষের হাটার গতি এখন প্রায় সমান। যার ফলশ্রুতিতে  আর্থিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে প্রতিনিয়ত।

 

আইনের সঠিক প্রয়োগের অভাবে যানজট বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। যততত্র গাড়ি দাঁড় করিয়ে  যাত্রী উঠানামা করানো,  ফুটপাত দখল, কম গতি ও বেশি গতির পরিবহন সমানতালে চলা, প্রধান সড়কে রিক্সা চলাচল, শহরের মধ্যেই দূরপাল্লার আন্ত:জেলার বাস চলাচল, আধুনিক ট্রাফিক ব্যবস্থার অভাব, যত্রতত্র পার্কিং, এসব  কারণে সড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে প্রতিদিন ঢাকার রাস্তায় নামছে নতুন পরিবহন। এসব কারণে গতি হারাচ্ছে আমাদের জনজীবন।

 

বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালে ঢাকায় জনসংখ্যা হবে প্রায়  ৩০ কোটি। এ প্রেক্ষাপটে যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার সময় এখনই। রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করতে হলে যথাযথ সুদূরপ্রসারী ও সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অতিজরুরি। যানজট শুধু আমাদের  সচলতা কমিয়ে দিচ্ছে তাই নয়, আর্থিক ক্ষেত্রেও বিরাট আঘাত হানছে। এভাবে চলতে থাকলে  ঢাকা শহর অচল হয়ে পড়বে।

 

আমাদের সম্মিলিত প্রচেষ্টা আর সঠিক  পদক্ষেপ নিলে যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বিশ্বের বড় বড় শহর এমনকি হজের সময় মক্কা- মদিনা, অলিম্পিক গেমস, বিশ্বকাপ ফুটবল সহ নানা বড় আসরের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায় সে সময় কত সহজেই সুশৃঙ্খল ভাবে যানজট নিয়ন্ত্রণ করছে সংশ্লিষ্ট দেশগুলো।

 

কিন্তু আমাদের দেশে? ভি,আই,পি রাস্তায় নামলেই সেদিন ঢাকা অচল যানজটে।


নগরের ব্যস্ততম এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে প্রাইভেট গাড়ির পরিবর্তে মানসম্মত পাবলিক পরিবহনের ব্যবস্থা করা, অতিদ্রুত মেট্রোরেলের সেবা পুরোদমে চালু করা, পথচারীদের সুবিধা বৃদ্ধি করা।  যানবাহনের পার্কিং সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা।

 

শত সুবিধার শহর এই ঢাকা থেকে যানজট দূর করতে পারলে রাজধানী ঢাকা হয়ে উঠবে আমাদের জন্য বাসযোগ্য প্রাণের রাজধানী।
ভয়াবহ যানজট মুক্ত হয়ে যন্ত্রণাময় জীবন থেকে পরিত্রাণ পাক সবাই,  ভাল থাকুক আমাদের প্রাণের ঢাকা।

 

লেখক: ব্যাংকার ও কলাম লেখক।

এই বিভাগের আরো খবর