Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

রামগড়ে পুনাক’র উদ্যোগে তৃতীয় লিঙ্গ ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি)

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)এর উদ্যোগে রামগড় উপজেলায় তৃতীয় লিঙ্গ ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার(৩ফেব্রুয়ারী) দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী এর সভাপতিত্বে রামগড় থানা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।

 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি মিজানুর রহমান ও এসআই এম এরফান উদ্দিন।

 

এসময় প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গ অসহায় ও দুঃস্থদের কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে রামগড় থানার পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ নাইমুল হককে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ও পুনাক’র সভানেত্রী রেহানা ফেরদৌসী কে রামগড় এএসপি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিনী নুসরাত আলম এবং রামগড় থানা ওসি'র সহধর্মিনী নাহিদ আক্তার ফুল দিয়ে বরণ করে নেন।

 

এছাড়াও খাগড়াছড়ি জেলা তিন উপজেলার সার্কেল  ও উদ্বর্তন কর্মকর্তা, নয় উপজেলার ওসিগন, পুনাকের সদস্য-সদস্যা, ওসি(তদন্ত)রাজিব চন্দ্র কর, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল শীত বস্ত্র বিতরণ, রামগড় চা বাগানে প্রীতিভোজ, খেলাধুলা ও সন্ধ্যায় রামগড় থানা মাঠে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত।

এই বিভাগের আরো খবর