Berger Paint

ঢাকা, রোববার   ০২ এপ্রিল ২০২৩,   চৈত্র ১৯ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
আসছে ৮০ কিমি বেগে ঝড়, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত আশুলিয়ায় বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে দুই বাসে আগুন বাতিল হচ্ছে গুচ্ছ পরীক্ষা চালু হচ্ছে এনটিএ পদ্ধতি হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৪০ লাখ ছুঁইছুঁই এবার ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

বিক্রি হচ্ছে করোনা নেগেটিভের সনদ!

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র

ছবি- প্রতিদিনের চিত্র


ঢাকার অধিকাংশ করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্রেসমূহে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। করোনা নেগেটিভের নকল সনদ বিক্রি করছে পাঁচ থেকে সাত হাজার টাকায়। ভুয়া সনদ বিক্রেতা একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব এবং আটককৃতদের থেকে ভুয়া সনদপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নতুন চাকরীতে যোগদান কিংবা বিদেশগামীদের জন্য করোনা নেগেটিভ সনদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। চক্রটি সে সকল লোকদের টার্গেট করে মুগদা জেনারেল হাসপাতাল কেন্দ্রীক তৎপরতা চালিয়ে আসছিল। বিশেষ করে, তারা হাসপাতালে স্যাম্পল দিতে আসা লোকজনের কাছে বিক্রি করছে এই নকল সনদপত্র। আর এজন্য নেওয়া হত ৫ থেকে ৭ হাজার টাকা।

এ বিষয়টি সাধারণ মানুষের মুখে মুখে প্রচার হতে থাকায়, গোপন তথ্যের ভিত্তিতে মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে মোট ৪ জনকে আটক করা হয়।

বিভিন্ন সময়ে যারা মুগদা হাসপাতালে স্যাম্পল দিতে এসেছে তাদেরকে প্ররোচিত করে এখান থেকে ভুয়া সার্ফিকিকেট দেয়া হয় বলে জানান লে. কর্নেল রকিবুল হাসান। তবে, এ বিষয়ে সরকারী কোন ব্যাক্তির থেকে কিছু জানা যায়নি।
 
র‌্যাব দাবি করছে, এ পর্যন্ত দালাল চক্রটি ১৫০-২০০টি ভুয়া সনদ বিক্রি করেছে। র‌্যাব ধারণা করছে রাজধানীজুড়ে যে কয়টি করোনা টেস্ট কেন্দ্র রয়েছে তার সবগুলোতে সক্রিয় এ চক্রটি।

দেশ থেকে যারা ভুয়া করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে জাপান, দ.কোরিয়া, মালয়েশিয়া গেছে তাদের সেখানে করোনা পজিটিভ হয়েছে। এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এসব ভুয়া সনদপত্রে বিভিন্ন হাসপতালের নাম ব্যবহার করা হলেও এখনো পর্যন্ত কোন হাসপাতালের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর