Berger Paint

ঢাকা, সোমবার   ২০ মার্চ ২০২৩,   চৈত্র ৬ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
মাদারীপুরে ১৯ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের থাবা, ১৯ শিশুর মৃত্যু আর্জেন্টিনাকে ১৩ গোল দিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরু হচ্ছে আজ শেরপুরে ব্রীজের অভাবে দূর্ভোগে ১০ গ্রামের অর্ধলাখ মানুষ বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পাচ্ছে র‍্যাবের কুকুর ‘চিতা’ আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মেসির নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

 

ব্যর্থতার বেড়াজাল ভেঙে আলোর মুখ দেখেছে ফরাসি ক্লাব পিএসজি। লিগ ওয়ানে দুই ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। নেইমারবিহীন ম্যাচে মেসির অসাধারণ ফুটবল শৈলীতে মঁপেলিয়েকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল। তবে ম্যাচ শেষে সবকিছু ছাপিয়ে দলটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

 

মোঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন এমবাপে। এর কিছুক্ষণ পরেই চোট নিয়ে মাঠও ছাড়েন এই ফরাসি ফরোয়ার্ড। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথে নামার আগে এমবাপের চোট নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে পিএসজি শিবিরে।

 

জয়ের ধারায় ফিরে আসার ম্যাচে শুরুতেই লিড নেওয়ার সুযোগ পায় পিএসজি। তবে মেসির কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে সেবারের যাত্রায় দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন এমবাপে। অষ্টম মিনিটে তার করা পেনাল্টি রুখে দেন মোঁপেলিয়ে গোলরক্ষক। তবে সেই শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে এগিয়ে আসেন প্রতিপক্ষের গোলরক্ষক। তাই নতুন করে আবারও সুযোগ পান তিনি। তবে সেবারের চেষ্টাও বৃথা। তার জোরালো শট বাঁ দিকের পোস্টে লেগে প্রতিহত হয়।

 

এরপর খেলার ২১তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। তার ঠিক ১০ মিনিট পরই মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। দলের গুরুত্বপূর্ণ দুই তারকা মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় স্বভাবতই চাপ বাড়ে মেসির ওপর। এরপর ম্যাচের ৩৪তম মিনিটে মেসির শট প্রতিপক্ষের ফুটবলারের পায়ে লেগে জালে জড়ায়। কিন্তু লিও অফসাইডে থাকায় তা গোল হয় নি। এরপর আর কেউই গোল করতে না পারায় গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

 

বিরতি থেকে ফিরে ৫৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় পিএসজি। একিতিকের থেকে পাওয়া থ্রু বল দারুণভাবে জালে পাঠান এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। রুইসের বাড়ানো বল ঠাণ্ডা মাথায় জালে জড়ান এই আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপের পর কোনও প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই মেসির প্রথম গোল।

 

এরপর ম্যাচের ৮৯তম গোল ব্যবধান কমান নুরদিন। তবে খেলার যোগ করা সময়ে জায়ার এমেরির গোলে ৩-১ গোলের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

 

এই জয়ে ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ছয় জয় নিয়ে টেবিলের ১৪তম অবস্থানে মোঁপেলিয়ে।