Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

শীতের সকাল, শীতল অনুভূতি

ফাহাদ বিন সাঈদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র।

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আজ প্রচুর হঠাৎ ঠান্ডা । একেবারে কুয়াশাচ্ছন্ন আকাশ মোটামুটি ভালোই কুয়াশা পড়ছিলো। আমি এককাপ চা বানিয়ে বসেছিলাম পড়ার টেবিলে। আমি আমার পড়ার কক্ষে একেবারেই জানালার খুব কাছাকাছি এসে বসেছিলাম।  নারিকেল গাছের চিরল চিরল পাতা ও পেয়ারা লিচুর পাতা বেয়ে কুয়াশা।  শুধু কান পেতে শুনি বৃষ্টির মতো শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি মুগ্ধ নয়নে সেই লেগে থাকা কুয়াশাফোঁটা দেখছিলাম চাদর গায়ে দিয়ে। দূরের কিছু দেখতে পাচ্ছিলাম না। শীতের সকালে শীতল আবেশে।

 

শীতের সকালে আদা দিয়ে এক কাপ চা চুমুকে শুরু হয় সকাল। জানলার ক্ষুদ্র ছিদ্র দিয়ে পড়ার টেবিলে সূর্যের রশ্মি আসে।অনু পরিমাণ ক্ষুদ্র বালুকণা বাতাসে ভেসে ভেসে আসেছে। শীতের সকাল সে যেনো অন্য ঋতু থেকে আলাদা। শীতের সকালের পরিবেশ না একেবারেই অন্য রকম। শীতের সকালে নবান্ন আমান ধানের পিঠা হলে ত আর কথাই নেই। বহু জাতের পিঠা যেনো শীতের সকাল কে আরো মনোমুগ্ধকর করে তুলে।

 

মিষ্টি রোদে যেন শরীর অন্য রকম শক্তি সঞ্চয় করে দেয়। শীতের সকাল মানেই একটু অন্য রকম অনুভূতি। শীতের কুয়াশায় ঘর হতে বের হলে দেখা যায় খেজুর গাছে হাড়ি দিচ্ছে। খেজুর এর রস আর নানা রকম এর পিঠা রুচির পরিবর্তন করে বহু গুণে। শীত এসেছে শীতের পূর্ণ রুপ পাবো এই প্রত্যাশাই।

 

শিক্ষার্থী লেখকঃ মো ফাহাদ বিন সাঈদ,
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।